আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৭- জিহাদের বিবিধ বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬৫
পাপের পরিণতি।
৮৬৫। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ নাজদ এলাকায় একটি ক্ষুদ্র সামরিক বাহিনী পাঠালেন। তারা গনীমাত হিসাবে অনেক উট পেলো। তাদের প্রত্যেকের ভাগে বারোটি উট পড়লো এবং তাদেরকে আরো একটি করে উট অতিরিক্ত দেয়া হলো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নফল (অর্থাৎ গনীমাতের মাল থেকে অতিরিক্ত পরিমাণ) দেয়ার অধিকার রাসূলুল্লাহ ﷺ -এর জন্য সংরক্ষিত ছিল। তিনি এর এক-পঞ্চমাংশ (খুমুস) থেকে অভাবী লোকদের দিতেন। মহান আল্লাহ বলেনঃ
قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ
“বলো, এই গনীমাতের মাল তো আল্লাহ ও রাসূলের" (৮ঃ১)।
বর্তমান কালে গনীমাতের মাল বণ্টিত হওয়ার পর আর অতিরিক্ত দেয়া যাবে না । শুধু খুমুস (এক-পঞ্চমাংশ) থেকে অভাবী লোকদের দেয়া যাবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নফল (অর্থাৎ গনীমাতের মাল থেকে অতিরিক্ত পরিমাণ) দেয়ার অধিকার রাসূলুল্লাহ ﷺ -এর জন্য সংরক্ষিত ছিল। তিনি এর এক-পঞ্চমাংশ (খুমুস) থেকে অভাবী লোকদের দিতেন। মহান আল্লাহ বলেনঃ
قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ
“বলো, এই গনীমাতের মাল তো আল্লাহ ও রাসূলের" (৮ঃ১)।
বর্তমান কালে গনীমাতের মাল বণ্টিত হওয়ার পর আর অতিরিক্ত দেয়া যাবে না । শুধু খুমুস (এক-পঞ্চমাংশ) থেকে অভাবী লোকদের দেয়া যাবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بَعَثَ سَرِيَّةً قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلا كَثِيرَةً، فَكَانَ سُهْمَانُهُمُ اثْنَيْ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا» .
قَالَ مُحَمَّدٌ: كَانَ النَّفْلُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَفِّلُ مِنَ الْخُمُسِ أَهْلَ الْحَاجَةِ، وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ} [الأنفال: 1] ، فَأَمَّا الْيَوْمَ فَلا نَفَلَ بَعْدَ إِحْرَازِ الْغَنِيمَةِ إِلا مِنَ الْخُمُسِ لِمُحْتَاجٍ
قَالَ مُحَمَّدٌ: كَانَ النَّفْلُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَفِّلُ مِنَ الْخُمُسِ أَهْلَ الْحَاجَةِ، وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ} [الأنفال: 1] ، فَأَمَّا الْيَوْمَ فَلا نَفَلَ بَعْدَ إِحْرَازِ الْغَنِيمَةِ إِلا مِنَ الْخُمُسِ لِمُحْتَاجٍ

তাহকীক:
তাহকীক চলমান