আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৭- জিহাদের বিবিধ বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৬৪
أبواب المختلفة
(বিবিধ প্রসঙ্গ)

[এ অধ্যায়ের হাদীসসমূহ মূল গ্রন্থে কিতাবুল লুকতাহ (হারানো প্রাপ্তি) অধ্যায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এতে বিবিধ বিষয় সম্বলিত হাদীস আনা হয়েছে। শিরোনামের সাথে হাদীসের বিষয়বস্তুর কোন মিল না থাকায় পাঠকদের সুবিধার্ধে আমি “বিবিধ প্রসঙ্গ” অধ্যায় শিরোনাম যোগ করে তার অধীন বিভিন্ন বিষয়ের হাদীসসমূহ নিয়ে এসেছি। প্রয়োজনবোধে কোন কোন স্থানে উপ-শিরোনামও যোগ করেছি। অপরদিকে সূদ সম্পর্কিত অধ্যায়টি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অধ্যায়ের অন্তর্ভূক্ত করেছি (অনুবাদক)]

পাপের পরিণতি।
৮৬৪। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে জাতির মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ (গনীমাত) আত্মসাৎ করার প্রবণতা দেখা দেয়, সে জাতির অন্তরে আল্লাহ তাআলা ভয়ভীতি ও কাপুরুষতা সৃষ্টি করে দেন। যে জাতির মধ্যে যেনা-ব্যভিচারের বিস্তার ঘটে, তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়। যে জাতি ওজন-পরিমাপে ফাঁকি দেয় তাদের রিযিক কমতে থাকে। আর যে জাতি (বিচারের বেলায় মীমাংসার ক্ষেত্রে) অন্যায় রায় দেয়, তাদের মধ্যে বিবাদ-বিশৃংখলা, অরাজকতা, রক্তপাত ও খুন-খারাবি বৃদ্ধি পায়। যে জাতি চুক্তি ও প্রতিশ্রুতি ভংগ করে, তাদের উপর শত্রুদের বিজয়ী করে দেয়া হয়।
أَبْوَابُ السِّيَرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ بَلَغَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: «مَا ظَهَرَ الْغُلُولُ فِي قَوْمٍ قَطُّ إِلا أُلْقِيَ فِي قُلُوبِهِمُ الرُّعْبُ، وَلا فَشَا الزِّنَا فِي قَوْمٍ قَطُّ إِلا كَثُرَ فِيهِمُ الْمَوْتُ، وَلا نَقَصَ قَوْمٌ الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلا قُطِعَ عَلَيْهِمُ الرِّزْقُ، وَلا حَكَمَ قَوْمٌ بِغَيْرِ الْحَقِّ إِلا فَشَا فِيهِمُ الدَّمُ، وَلا خَتَرَ قَوْمٌ بِالْعَهْدِ إِلا سُلِّطَ عَلَيْهِمُ الْعَدُوُّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান