আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৫৮
মুকাতাব গোলামের বর্ণনা।**
৮৫৮। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, চুক্তির অর্থ সামান্য বাকি থাকা পর্যন্তও মুকাতাব গোলাম-দাসই থাকবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের সকল ফিকহবিদের এই মত। সে সাক্ষ্য, হদ্দ প্রভৃতি সব ক্ষেত্রেই গোলাম হিসাবে গণ্য হবে। কিন্তু সে যতোক্ষণ মুকাতাব গোলাম থাকবে তার মালে মনিবের কোন অধিকার বর্তাবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের সকল ফিকহবিদের এই মত। সে সাক্ষ্য, হদ্দ প্রভৃতি সব ক্ষেত্রেই গোলাম হিসাবে গণ্য হবে। কিন্তু সে যতোক্ষণ মুকাতাব গোলাম থাকবে তার মালে মনিবের কোন অধিকার বর্তাবে না।
بَابُ: الْمُكَاتَبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «الْمُكَاتَبُ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتَبَتِهِ شَيْءٌ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَهُوَ بِمَنْزِلَةِ الْعَبْدِ فِي شَهَادَتِهِ وَحُدُودِهِ وَجَمِيعِ أَمْرِهِ، إِلا أَنَّهُ لا سَبِيلَ لِمَوْلاهُ عَلَى مَالِهِ مَا دَامَ مُكَاتَبًا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَهُوَ بِمَنْزِلَةِ الْعَبْدِ فِي شَهَادَتِهِ وَحُدُودِهِ وَجَمِيعِ أَمْرِهِ، إِلا أَنَّهُ لا سَبِيلَ لِمَوْلاهُ عَلَى مَالِهِ مَا دَامَ مُكَاتَبًا

তাহকীক:
তাহকীক চলমান