আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৫৬
শুফআর বর্ণনা।
৮৫৬ । আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আমার এমন জমীর ক্ষেত্রে শুফআর ফয়সালা দিয়েছেন, যা এখনো ভাগ হয়নি। ভাগ হয়ে সীমারেখা পড়ে গেলে তাতে আর শুফআর দাবি চলে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য সম্বলিত হাদীস এসেছে। প্রতিবেশীর তুলনায় শরীকদার এবং অন্যদের তুলনায় প্রতিবেশী শুফআর অধিক হকদার । এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর হাদীস রয়েছে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالشُّفْعَةِ فِيمَا لَمْ يُقَسَّمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ فَلا شُفْعَةَ فِيهِ ".
قَالَ مُحَمَّدٌ: قَدْ جَاءَتْ فِي هَذَا أَحَادِيثُ مُخْتَلِفَةٌ، فَالشَّرِيكُ أَحَقُّ بِالشُّفْعَةِ مِنَ الْجَارِ، وَالْجَارُ أَحَقُّ مِنْ غَيْرِهِ، بَلَغَنَا ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৫৭
শুফআর বর্ণনা।
৮৫৭। আশ-শারীদ ইবনে সুওয়াইদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ প্রতিবেশী শুফআর অধিক হকদার।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিক্হবিদ সাধারণেরও এই মত।
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الثَّقَفِيُّ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ» ، وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান