আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৩৪
সরকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়াই পতিত জমি আবাদ করা।
৮৩৪। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (উরওয়া) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যে ব্যক্তি পতিত জমি আবাদ করে তা তারই মালিকানাভুক্ত হবে। যালেমের কোন অধিকার নেই।"
بَابُ: إِحْيَاءِ الأَرْضِ بِإِذْنِ الإِمَامِ، أَوْ بِغَيْرِ إِذْنِهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً فَهِيَ لَهُ، وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩৫
সরকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়াই পতিত জমি আবাদ করা।
৮৩৫। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি অনাবাদী জমি আবাদযোগ্য করে, তা তারই থাকবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। কোন ব্যক্তি সরকারের অনুমতি নিয়ে অথবা বিনা অনুমতিতে কোন পতিত জমি আবাদযোগ্য করলে তা তারই মালিকানাভুক্ত হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত তাতে তার মালিকানা প্রতিষ্ঠিত হবে না। তবে ইমামের (সরকার) কর্তব্য হচ্ছে, যে ব্যক্তি তা চাষাবাদযোগ্য করে তাকেই এটা দিয়ে দেয়া। সরকার তাকে এটা না দিলে তাতে তার অধিকার প্রতিষ্ঠিত হবে না।
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً فَهِيَ لَهُ»
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً بِإِذْنِ الإِمَامِ، أَوْ بِغَيْرِ إِذْنِهِ فَهِيَ لَهُ، فَأَمَّا أَبُو حَنِيفَةَ فَقَالَ: لا يَكُونُ لَهُ إِلا أَنْ يَجْعَلَهَا لَهُ الإِمَامُ، قَالَ: وَيَنْبَغِي لِلإِمَامِ إِذَا أَحْيَاهَا أَنْ يَجْعَلَهَا لَهُ، وَإِنْ لَمْ يَفْعَلْ لَمْ تَكُنْ لَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান