আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮০১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
উম্মু অলাদের ক্রয়-বিক্রয়।
৮০১। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেছেন, যে বাঁদী তার মনিবের ঔরসজাত সন্তান প্রসব করে, মনিব তাকে বিক্রয় করতে পারবে না, দানও করতে পারবে না এবং তাকে ওয়ারিসও বানাতে পারবে না। বরং সে তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে। মালিক মরে যাবার সাথে সাথে সে আপনা আপনি দাসত্বমুক্ত হয়ে যাবে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: بَيْعِ أُمَّهَاتِ الأَوْلادِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «أَيُّمَا وَلِيدَةٍ وَلَدَتْ مِنْ سَيِّدِهَا فَإِنَّهُ لا يَبِيعُهَا، وَلا يَهَبُهَا، وَلا يُوَرِّثُهَا، وَهُوَ يَسْتَمْتِعُ مِنْهَا، فَإِذَا مَاتَ فَهِيَ حُرَّةٌ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
তাহকীক: