আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮০
মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয়।
৭৮০। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ "মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন।” মুযাবানা এই যে, অনুমানে শুকনা খেজুর ও আঙ্গুরের পরিমাণ নির্ধারণ করে তার বিনিময়ে গাছে ঝুলন্ত খেজুর ও আঙ্গুর বিক্রি করা।
بَابُ: بَيْعِ الْمُزَابَنَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْمُزَابَنَةِ» .
وَالْمُزَابَنَةُ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ، وَبَيْعُ الْعِنَبِ بِالزَّبِيبِ كَيْلا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৮১
মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয়।
৭৮১ । সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ "মুযাবানা ও মুহাকালা পদ্ধতির ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন।” মুযাবানা এই যে, গাছের মাথায় ঝুলন্ত ফল শুকনা খেজুরের বিনিময়ে বিক্রি করা। আর মুহাকালা এই যে, ক্ষেতের (অসংগৃহীত) গম সংগৃহীত গমের বিনিময়ে খরিদ করা অথবা নির্দিষ্ট পরিমাণ গমের বিনিময়ে জমি চাষাবাদ করতে দেয়া। ইবনে শিহাব (রাহঃ) বলেন, আমরা সাঈদ ইবনুল মুসাইয়্যাবের কাছে সোনা অথবা রূপার বিনিময়ে (নগদ অর্থে ভাড়া নিয়ে) জমি চাষাবাদ করতে দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এতে কোন দোষ নেই।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ» .
وَالْمُزَابَنَةُ اشْتِرَاءُ الثَّمَرِ بِالتَّمْرِ، وَالْمُحَاقَلَةُ اشْتِرَاءُ الزَّرْعِ بِالْحِنْطَةِ، وَاسْتِكْرَاءُ الأَرْضِ بِالْحِنْطَةِ.
قَالَ ابْنُ شِهَابٍ: سَأَلْتُ عَنْ كِرَائِهَا بِالذَّهَبِ وَالْوَرِقِ، فَقَالَ: لا بَأْسَ بِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৮২
মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয়।
৭৮২। আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ “মুযাবানা ও মুহাকালা ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন।” মুযাবানা এই যে, গাছের মাথার খেজুর শুকনো খেজুরের বিনিময়ে ক্রয় করা। আর মুহাকালা এই যে, (শস্যের বিনিময়ে) জমি ভাড়া দেয়া (চাষাবাদ করতে দেয়া)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে যুযাবানা এই যে, গাছের মাথার ফল শুষ্ক ও সংগৃহীত ফলের বিনিময়ে অনুমানে পরিমাণ নির্ধারণ করে ক্রয়-বিক্রয় করা। আর প্রদত্ত খেজুরের পরিমাণ কম না বেশী তা জানা থাকে না। শুষ্ক আঙ্গুরকে তাজা আঙ্গুরের বিনিময়ে এমনভাবে বিক্রি করা যে, এর মধ্যে কোন্‌টির পরিমাণ বেশী তা জানা থাকে না। আর মুহাকালা এই যে, গমকে খোশার মধ্যের গমের বিনিময়ে বিক্রি করা। এ ক্ষেত্রেও কোন্‌টির পরিমাণ বেশী তা জানা থাকে না। এইসব পন্থাই নাজায়েয। এজন্য এই প্রকারের ক্রয়-বিক্রয়ও নাজায়েয। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল বিশেষজ্ঞ আলেমের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، أَنَّ أَبَا سُفْيَانَ مَوْلَى ابْنِ أَحْمَدَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُزَابَنَةِ وَالُمَحَاقَلَةِ» .
وَالْمُزَابَنَةُ اشْتِرَاءُ الثَّمَرِ فِي رُءُوسِ النَّخْلِ بِالتَّمْرِ، وَالْمُحَاقَلَةُ كِرَاءُ الأَرْضِ.
قَالَ مُحَمَّدٌ: الْمُزَابَنَةُ عِنْدَنَا اشْتِرَاءُ الثَّمَرِ فِي رُءُوسِ النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا لا يُدْرَى التَّمْرُ الَّذِي أُعْطِيَ أَكْثَرُ أَوْ أَقَلُّ، وَالزَّبِيبُ بِالْعِنَبِ لا يُدْرَى أَيُّهُمَا أَكْثَرُ، وَالْمُحَاقَلَةُ اشْتِرَاءُ الْحَبِّ فِي السُّنْبُلِ بِالْحِنْطَةِ كَيْلًا، لا يُدْرَى أَيُّهُمَا أَكْثَرُ، وَهَذَا كُلُّهُ مَكْرُوهٌ، وَلا يَنْبَغِي مُبَاشَرَتُهُ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ وَقَوْلُنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান