আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৮৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
গোশতের বিনিময়ে পশু খরিদ করা।
৭৮৩। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, গোশতের বিনিময়ে পশু ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে । তিনি (আবুয যিনাদ) বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাবকে জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি যদি দশটি ছাগলের বিনিময়ে একটি উট ক্রয় করে, তবে এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেন, যদি কেউ তা যবেহ করার উদ্দেশ্যে ক্রয় করে, তবে এটা ভালো কাজ নয়। আবুয যিনাদ বলেন, আমি যার সাক্ষাতই পেয়েছি, তিনি গোশতের বিনিময়ে পশু ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। আবান ইবনে উছমান ও হিশামের যুগে সরকারী কর্মকর্তাদের নিকট প্রেরিত নির্দেশনামায় “গোশতের বিনিময়ে পশু ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ” একথা লেখা থাকতো।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: شِرَاءِ الْحَيَوَانِ بِاللَّحْمِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّب، قَالَ: نُهِيَ عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِاللَّحْمِ.
قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: أَرَأَيْتَ رَجُلا اشْتَرَى شَارِفًا بِعَشْرِ شِيَاهٍ، أَوْ قَالَ شَاةً، فَقَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: إِنْ كَانَ اشْتَرَاهَا لِيَنْحَرَهَا فَلا خَيْرَ فِي ذَلِكَ.
قَالَ أَبُو الزِّنَادِ: وَكَانَ مَنْ أَدْرَكْتُ مِنَ النَّاسِ يَنْهَوْنَ عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِاللَّحْمِ، وَكَانَ يُكْتَبُ فِي عُهُودِ الْعُمَّالِ فِي زَمَانِ أَبَانٍ وَهِشَامٍ يُنْهَوْنَ عَنْ ذَلِكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৮৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
গোশতের বিনিময়ে পশু খরিদ করা।
৭৮৪ । দাউদ ইবনে হুসাইন (রাহঃ) সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, একটি অথবা দুইটি ছাগলের বিনিময়ে গোশত ক্রয়-বিক্রয় করাও জাহিলী যুগের জুয়ার মধ্যে গণ্য।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: وَكَانَ مِنْ مَيْسِرِ أَهْلِ الْجَاهِلِيَّةِ بَيْعُ اللَّحْمِ بِالشَّاةِ وَالشَّاتَيْنِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৮৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
গোশতের বিনিময়ে পশু খরিদ করা।
৭৮৫। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি জানতে পেরেছেন যে, রাসূলুল্লাহ ﷺ “গোশতের বিনিময়ে পশু ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি । কোন ব্যক্তি জীবিত ছাগলের বিনিময়ে গোশত বিক্রি করলো। তার জানা নেই যে, বিক্রীত গোশতের পরিমাণ বেশী হবে, না ক্রয়কৃত ছাগলের গোশত। এই ধরনের ক্রয়-বিক্রয় বাতিল এবং নাজায়েয। এটা মুযাবানা ও মুহাকালারই অনুরূপ। একইভাবে তৈলবীজের পরিবর্তে তৈল বিক্রি করাও এই নির্দেশের আওতাভুক্ত (অর্থাৎ নাজায়েয)।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِاللَّحْمِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ بَاعَ لَحْمًا مِنْ لَحْمِ الْغَنَمِ بِشَاةٍ حَيَّةٍ لا يُدْرَى اللَّحْمُ أَكْثَرُ، أَوْ مَا فِي الشَّاةِ أَكْثَرُ، فَالْبَيْعُ فَاسِدٌ مَكْرُوهٌ لا يَنْبَغِي.
وَهَذَا مِثْلُ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ، وَكَذَلِكَ بَيْعُ الزَّيْتُونِ بِالزَّيْتِ، وَدُهْنُ السِّمْسِم بِالسِّمْسِمِ
tahqiq

তাহকীক: