আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৭৫
ওজন দিয়ে বিক্রি করা জিনিস অগ্রিম ক্রয় করা।
৭৭৫। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলতেন, নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট মূল্যে কোন ব্যক্তি কর্তৃক খাদ্যশস্য অগ্রিম ক্রয় করায় দোষ নেই, বিক্রেতার নিকট সেই খাদ্যশস্য মওজুদ থাক বা না থাক। কিন্তু তা যদি ক্ষেতের ফসল অথবা গাছের ফল হয় তবে পুষ্ট ও কাজে লাগার উপযোগী না হওয়া পর্যন্ত তার অগ্রিম ক্রয়-বিক্রয় জায়েয নয়। কেননা রাসূলুল্লাহ ﷺ গাছের ফল পুষ্ট ও কাজে লাগাবার উপযোগী হওয়ার পূর্বে তা ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে খাদ্যদ্রব্যের রকম-প্রকার (qualities), পরিমাণ ও সময়সীমা নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয় করায় কোন দোষ নেই। কিন্তু কোন ক্ষেত অথবা গাছ নির্দিষ্ট করে দেয়া হলে, তার মধ্যে কোন কল্যাণ নেই। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে খাদ্যদ্রব্যের রকম-প্রকার (qualities), পরিমাণ ও সময়সীমা নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয় করায় কোন দোষ নেই। কিন্তু কোন ক্ষেত অথবা গাছ নির্দিষ্ট করে দেয়া হলে, তার মধ্যে কোন কল্যাণ নেই। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابٌ: الرَّجُلُ يُسْلِمُ فِيمَا يُكَالُ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: لا بَأْسَ بِأَنْ يَبْتَاعَ الرَّجُلُ طَعَامًا إِلَى أَجَلٍ مَعْلُومٍ بِسِعْرٍ مَعْلُومٍ إِنْ كَانَ لِصَاحِبِهِ طَعَامٌ، أَوْ لَمْ يَكُنْ، مَا لَمْ يَكُنْ فِي زَرْعٍ لَمْ يَبْدُ صَلاحُهَا، أَوْ فِي تَمْرٍ لَمْ يَبْدُ صَلاحُهَا، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ، وَعَنْ شِرَائِهَا حَتَّى يَبْدُوَ صَلاحُهَا» .
قَالَ مُحَمَّدٌ: هَذَا عِنْدَنَا لا بَأْسَ بِهِ، وَهُوَ السَّلَمُ، يُسْلِمُ الرَّجُلُ فِي طَعَامٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ، بِكَيْلٍ مَعْلُومٍ، مِنْ صِنْفٍ مَعْلُومٍ، وَلا خَيْرَ فِي أَنْ يَشْتَرِطَ ذَلِكَ مِنْ زَرْعٍ مَعْلُومٍ، أَوْ مِنْ نَخْلٍ مَعْلُومٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
قَالَ مُحَمَّدٌ: هَذَا عِنْدَنَا لا بَأْسَ بِهِ، وَهُوَ السَّلَمُ، يُسْلِمُ الرَّجُلُ فِي طَعَامٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ، بِكَيْلٍ مَعْلُومٍ، مِنْ صِنْفٍ مَعْلُومٍ، وَلا خَيْرَ فِي أَنْ يَشْتَرِطَ ذَلِكَ مِنْ زَرْعٍ مَعْلُومٍ، أَوْ مِنْ نَخْلٍ مَعْلُومٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى

তাহকীক:
তাহকীক চলমান