আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৭৩
খাদ্যশস্য বাকিতে বিক্রি করে তার মূল্যের বিনিময়ে অন্য জিনিস ক্রয় করার বর্ণনা।
৭৭৩। আবয-যিনাদ (রাহঃ) থেকে বর্ণিত। সাঈদ ইবনুল মুসাইয়্যাব ও সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) কোন ব্যক্তির বাকিতে সোনার বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করা এবং সোনা হস্তগত করার পূর্বে তার বিনিময়ে খেজুর ক্রয় করা মাকরূহ মনে করতেন ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে তা হস্তগত করার পূর্বে এর বিনিময়ে খেজুর ক্রয় করায় কোন দোষ নেই। তবে শর্ত হচ্ছে খেজুরের আদান-প্রদান নগদ হতে হবে, বাকিতে হতে পারবে না। সাঈদ ইবনে জুবায়েরের কাছে এ সম্পর্কে উল্লেখ করা হলে তিনি এতে কোন দোষ দেখেননি এবং বলেছেন, এ ধরনের লেনদেনে কোন আপত্তি নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিক্হবিদদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে তা হস্তগত করার পূর্বে এর বিনিময়ে খেজুর ক্রয় করায় কোন দোষ নেই। তবে শর্ত হচ্ছে খেজুরের আদান-প্রদান নগদ হতে হবে, বাকিতে হতে পারবে না। সাঈদ ইবনে জুবায়েরের কাছে এ সম্পর্কে উল্লেখ করা হলে তিনি এতে কোন দোষ দেখেননি এবং বলেছেন, এ ধরনের লেনদেনে কোন আপত্তি নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিক্হবিদদের এটাই সাধারণ মত।
بَابُ: الرَّجُلِ يَبِيعُ الطَّعَامَ نَسِيئَةً، ثُمَّ يَشْتَرِي بِذَلِكَ الثَّمَنِ شَيْئًا آخَرَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ كَانَا يَكْرَهَانِ أَنْ يَبِيعَ الرَّجُلُ طَعَامًا إِلَى أَجَلٍ بِذَهَبٍ، ثُمَّ يَشْتَرِي بِذَلِكَ الذَّهَبِ تَمْرًا قَبْلَ أَنْ يَقْبِضَهَا.
قَالَ مُحَمَدٌّ: وَنَحْنُ لا نَرَى بَأْسًا أَنْ يَشْتَرِيَ بِهَا تَمْرًا قَبْلَ أَنْ يَقْبِضَهَا إِذَا كَانَ التَّمْرُ بِعَيْنِهِ، وَلَمْ يَكُنْ دَيْنًا.
وَقَدْ ذُكِرَ هَذَا الْقَوْلُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ، فَلَمْ يَرَهُ شَيْئًا، وَقَالَ: لا بَأْسَ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَدٌّ: وَنَحْنُ لا نَرَى بَأْسًا أَنْ يَشْتَرِيَ بِهَا تَمْرًا قَبْلَ أَنْ يَقْبِضَهَا إِذَا كَانَ التَّمْرُ بِعَيْنِهِ، وَلَمْ يَكُنْ دَيْنًا.
وَقَدْ ذُكِرَ هَذَا الْقَوْلُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ، فَلَمْ يَرَهُ شَيْئًا، وَقَالَ: لا بَأْسَ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান