আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৩০
মুসলমানগণ কাফেরদের ওয়ারিস হবে না।
৭৩০। উসামা ইবনে যায়েদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “মুসলিম ব্যক্তি কাফের ব্যক্তির ওয়ারিস হবে না”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন মুসলমান কোন কাফেরের ওয়ারিস হবে না এবং কোন কাফেরও কোন মুসলমানের ওয়ারিস হবে না। ইসলামের দৃষ্টিতে সমস্ত কুফর একই ধর্মের অন্তর্ভুক্ত। তাই তারা পরস্পরের ওয়ারিস হবে, তাদের পরস্পরের ধর্ম ভিন্ন হলেও। অতএব ইহূদীরা খৃস্টানদের এবং খৃস্টানরা ইহুদীদের ওয়ারিস হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন মুসলমান কোন কাফেরের ওয়ারিস হবে না এবং কোন কাফেরও কোন মুসলমানের ওয়ারিস হবে না। ইসলামের দৃষ্টিতে সমস্ত কুফর একই ধর্মের অন্তর্ভুক্ত। তাই তারা পরস্পরের ওয়ারিস হবে, তাদের পরস্পরের ধর্ম ভিন্ন হলেও। অতএব ইহূদীরা খৃস্টানদের এবং খৃস্টানরা ইহুদীদের ওয়ারিস হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত ।
بَابُ: لا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ عُمَرَ بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلا الْكَافِرُ الْمُسْلِمَ، وَالْكُفْرُ مِلَّةٌ وَاحِدَةٌ، يَتَوَارَثُونَ بِهِ، وَإِنِ اخْتَلَفَتْ مِلَلُهُمْ، يَرِثُ الْيَهُودِيُّ النَّصْرَانِيَّ، وَالنَّصْرَانِيُّ الْيَهُودِيَّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلا الْكَافِرُ الْمُسْلِمَ، وَالْكُفْرُ مِلَّةٌ وَاحِدَةٌ، يَتَوَارَثُونَ بِهِ، وَإِنِ اخْتَلَفَتْ مِلَلُهُمْ، يَرِثُ الْيَهُودِيُّ النَّصْرَانِيَّ، وَالنَّصْرَانِيُّ الْيَهُودِيَّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৩১
মুসলমানগণ কাফেরদের ওয়ারিস হবে না।
৭৩১ ৷ আলী (যয়নুল আবেদীন) ইবনে হুসাইন (রাযিঃ) বলেন, আকীল ও তালিব খাজা আবু তালিবের ওয়ারিস হন, কিন্তু আলী (রাযিঃ) তার ওয়ারিস হননি।**
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، قَالَ: «وَرِثَ أَبَا طَالِبٍ عَقِيلٌ وَطَالِبٌ، وَلَمْ يَرِثْهُ عَلِيٌّ»

তাহকীক:
তাহকীক চলমান