আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৩২
ওয়ালার মীরাস।**
৭৩২। আবু বাকর ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। আস ইবনে হিশাম মারা যান এবং তিনটি পুত্র সন্তান রেখে যান। তাদের তিনজনের মধ্যে দুইজন ছিল সহোদর ভাই এবং একজন ছিল বৈমাত্রেয় ভাই। অতঃপর দুই সহোদর ভাইয়ের একজন মারা গেলো এবং কিছু সম্পত্তি ও একটি আযাদকৃত গোলাম রেখে গেলো। অপর সহোদর ভাই তার পরিত্যক্ত সম্পত্তি ও গোলামের ওয়ালায়ার ওয়ারিস হলো। অতঃপর এই সহোদর ভাইও মারা গেলো এবং একটি পুত্র সন্তান ও বৈমাত্রেয় ভাই রেখে গেলো। পুত্র বললো, আমি আমার পিতার পরিত্যক্ত সম্পত্তি ও আযাদকৃত গোলামের ওয়ালায়ার ওয়ারিস হবো। সৎ চাচা বললো, তুমি সব কিছুর ওয়ারিস হবে না। তুমি তার সম্পত্তির ওয়ারিস হবে ঠিকই, কিন্তু ওয়ালায়ার পূর্ণ মালিক হবে না। আমার ভাই যদি আজ মারা যেতো, তাহলে আমি কি আজ তার ওয়ারিস হতাম না? তারা উভয়ে এই বিবাদ মীমাংসার জন্য উছমান ইবনে আফ্ফান (রাযিঃ)-র কাছে উপস্থিত হন । তিনি ভাইকে ওয়ালায়ার মালিক হওয়ার ফয়সালা দিলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। উল্লেখিত অবস্থায় বৈমাত্রেয় ভাই ওয়ালায়ার মালিক হবে। কিন্তু সহোদর ভাই বর্তমান থাকলে বৈমাত্রেয় ভাই ওয়ালায়ার মালিক হবে না। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। উল্লেখিত অবস্থায় বৈমাত্রেয় ভাই ওয়ালায়ার মালিক হবে। কিন্তু সহোদর ভাই বর্তমান থাকলে বৈমাত্রেয় ভাই ওয়ালায়ার মালিক হবে না। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابُ: مِيرَاثِ الْوَلاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ، " أَنَّ الْعَاصِ بْنَ هِشَامٍ هَلَكَ وَتَرَكَ بَنِينَ لَهُ ثَلاثَةً؛ ابْنَيْنِ لأُمٍّ وَرَجُلا لِعَلَّةٍ، فَهَلَكَ أَحَدُ الِابْنَيْنِ اللَّذَيْنِ هُمَا لأُمٍّ، وَتَرَكَ مَالا وَمَوَالِيَ، فَوَرِثَهُ أَخُوهُ لأُمِّهِ وَأَبِيهِ، وَوَرِثَ مَالَهُ وَوَلاءَ مَوَالِيهِ، ثُمَّ هَلَكَ أَخُوهُ وَتَرَكَ ابْنَهُ وَأَخَاهُ لأَبِيهِ، فَقَالَ ابْنُهُ: قَدْ أَحْرَزْتُ مَا كَانَ أَبِي أَحْرَزَ مِنَ الْمَالِ وَوَلَاءِ الْمَوالِي، وَقَالَ أَخُوهُ: لَيْسَ كُلُّهُ لَكَ، إِنَّمَا أَحْرَزْتَ الْمَالَ، فَأَمَّا وَلَاءُ الْمَوَالِي فَلا، أَرَأَيْتَ لَوْ هَلَكَ أَخِي الْيَوْمَ، أَلَسْتُ أَرِثُهُ أَنَا؟ فَاخْتَصَمَا إِلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَقَضَى لأَخِيهِ بِوَلاءِ الْمَوَالِي، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الْوَلاءُ لِلأَخِ مِنَ الأَبِ دُونَ بَنِي الأَخِ مِنَ الأَبِ وَالأُمِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান