আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭১৩
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
পরিচ্ছেদঃ মধুর এবং গন্ধযুক্ত জিনিসের তৈরী শরাব ইত্যাদির বর্ণনা।
৭১৩। আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ কে মধুর তৈরী শরাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ “নেশা উদ্রেককারী যে কোন পানীয় হারাম।”
أبواب الحدود في الزناء
بَابُ: شُرْبِ البِتْعِ وَالْغُبَيْرَاءِ وَغَيْرِ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِتْعِ؟ فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭১৪
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
পরিচ্ছেদঃ মধুর এবং গন্ধযুক্ত জিনিসের তৈরী শরাব ইত্যাদির বর্ণনা।
৭১৪ । আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ -কে উবাইরাআ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ “এর মধ্যে কোন কল্যাণ নেই।" অতঃপর তিনি তা পান করতে নিষেধ করেন। আমি (ইমাম মালেক) যায়েদ ইবনে আসলামকে জিজ্ঞেস করলাম, উবাইরাআ কি জিনিস? তিনি বলেন, জোয়ার থেকে তৈরী শরাব।
أبواب الحدود في الزناء
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْغُبَيْرَاءِ؟ فَقَالَ: «لا خَيْرَ فِيهَا، وَنَهَى عَنْهَا» ، فَسَأَلْتُ زَيْدًا مَا الْغُبَيْرَاءُ؟ فَقَالَ: السُّكُرْكَةُ
tahqiq

তাহকীক: