আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭১৫
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৫। আবু ওয়ালা আল-মিসরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-র কাছে আঙ্গুর নিংড়ানোর হুকুম জিজ্ঞেস করলেন। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে উপঢৌকন দেয়ার জন্য এক কলসি শরাব নিয়ে আসে। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি কি জানো আল্লাহ তাআলা শরাব হারাম করেছেন?" সে উত্তর দিলো, না। লোকটির পাশের এক ব্যক্তি তার কানে কানে কিছু বললো। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি চুপে চুপে তাকে কি বললে?" সে জবাব দিলো, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। নবী ﷺ বলেনঃ “যে মহান সত্তা এটা পান করা হারাম করেছেন, তিনি এর ক্রয়-বিক্রয় ও ব্যবসাও হারাম করেছেন।” রাবী বলেন, একথা শুনে সে কলসের মুখ কাৎ করে দিলো এবং এর মধ্যে যে শরাব ছিল তা ঢেলে পড়ে গেলো।
بَابُ: تَحْرِيمِ الْخَمْرِ وَمَا يُكْرَهُ مِنَ الأَشْرِبَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِي وَعْلَةَ الْمِصْرِيِّ، أَنَّهُ سُئِلَ ابْنُ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَهَا» ؟ قَالَ: لا، فَسَارَّهُ إِنْسَانٌ إِلَى جَنْبِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِمَ سَارَرْتَهُ؟» قَالَ: أَمَرْتُهُ بِبَيْعِهَا، فَقَالَ: «إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا» .
قَالَ: فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا
قَالَ: فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৬
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। ইরাকের এক ব্যক্তি তাকে বললো, আমরা গাছের খেজুর, আঙ্গুর ও আখ খরিদ করে তা দিয়ে শরাব তৈরী করে বিক্রি করি। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) তাকে বলেন, আমি আল্লাহ, তাঁর ফিরিশতাগণ এবং জিন ও মানুষের মধ্যে যারা শুনতে পায় তাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের তা বিক্রি করার, ক্রয় করার, তা নিংড়ানোর এবং পান করার নির্দেশ দিতে পারি না। কেননা তা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এসব হাদীসের উপর আমল করি। শরাব, নেশা উদ্রেককারী জিনিস এবং এ জাতীয় যাবতীয় পানীয়, যা পান করা আমরা মাকরূহ (হারাম) মনে করি, তার ক্রয়-বিক্রয় এবং তার মূল্য ভোগ করার কোন অনুমতি বা অবকাশ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এসব হাদীসের উপর আমল করি। শরাব, নেশা উদ্রেককারী জিনিস এবং এ জাতীয় যাবতীয় পানীয়, যা পান করা আমরা মাকরূহ (হারাম) মনে করি, তার ক্রয়-বিক্রয় এবং তার মূল্য ভোগ করার কোন অনুমতি বা অবকাশ নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْعِرَاقِ، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: إِنَّا نَبْتَاعُ مِنْ ثَمَرِ النَّخْلِ، وَالْعِنَبِ، وَالْقَصَبِ، فَنَعْصِرُهُ خَمْرًا فَنَبِيعَهُ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: إِنِّي أُشْهِدُ اللَّهَ عَلَيْكُمْ وَمَلائِكَتَهُ، وَمَنْ سَمِعَ مِنَ الْجِنِّ وَالإِنْسِ أَنِّي لا آمُرُكُمْ أَنْ تَبْتَاعُوهَا، فَلا تَبْتَاعُوهَا وَلا تَعْصِرُوهَا وَلا تَسْقُوهَا، فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَا كَرِهْنَا شُرْبَهُ مِنَ الأَشْرِبَةِ الْخَمْرِ وَالسُّكْرِ وَنَحْوِ ذَلِكَ، فَلا خَيْرَ فِي بَيْعِهِ وَلا أَكْلِ ثَمَنهِ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَا كَرِهْنَا شُرْبَهُ مِنَ الأَشْرِبَةِ الْخَمْرِ وَالسُّكْرِ وَنَحْوِ ذَلِكَ، فَلا خَيْرَ فِي بَيْعِهِ وَلا أَكْلِ ثَمَنهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৭
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৭। ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ায় শরাব পান করলো অথচ তা থেকে তওবা করলো না, সে আখেরাতে থেকে বঞ্চিত থাকবে এবং কখনো তা পান করতে পারবে না।"
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ فَلَمْ يُسْقَهَا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৮
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৮। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, আমি আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ), আবু তালহা আনসারী (রাযিঃ) ও উবাই ইবনে কাব (রাযিঃ)-কে শুকনা ও ভিজা খেজুরের শরাব পরিবেশন করছিলাম। এমন সময় তাদের কাছে এক আগন্তুক এসে বললো, শরাব হারাম ঘোষিত হয়েছে। আবু তালহা (রাযিঃ) বলেন, হে আনাস! উঠো, এই মশকগুলোর কাছে গিয়ে তা ভেঙ্গে ফেলো। অতএব আমি উঠে গিয়ে আমাদের একটি মুগড় তুলে নিয়ে তার আঘাতে সেগুলো ভেঙ্গে ফেলি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে শরাব নিংড়ানো হারাম। ভিজা অথবা শুষ্ক খেজুর ও আঙ্গুরের নিংড়ানো শরাব হারাম। ইমাম আবু হানীফারও এই মত । তবে তাতে কড়া মাদকতা এসে গেলেই তা হারাম হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে শরাব নিংড়ানো হারাম। ভিজা অথবা শুষ্ক খেজুর ও আঙ্গুরের নিংড়ানো শরাব হারাম। ইমাম আবু হানীফারও এই মত । তবে তাতে কড়া মাদকতা এসে গেলেই তা হারাম হয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: " كُنْتُ أَسْقِي أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ، وَأَبا طَلْحَةَ الأَنْصَارِيَّ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ وَتَمْرٍ، فَأَتَاهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أَنَسُ، قُمْ إِلَى هَذِهِ الْجِرَارِ، فَاكْسِرْهَا، فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا، فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى تَكَسَّرَتْ ".
قَالَ مُحَمَّدٌ: النَّقِيعُ عِنْدَنَا مَكْرُوهٌ، وَلا يَنْبَغِي أَنْ يُشْرَبَ مِنَ الْبُسْرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ جَمِيعًا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ إِذَا كَانَ شَدِيدًا يُسْكِرُ
قَالَ مُحَمَّدٌ: النَّقِيعُ عِنْدَنَا مَكْرُوهٌ، وَلا يَنْبَغِي أَنْ يُشْرَبَ مِنَ الْبُسْرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ جَمِيعًا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ إِذَا كَانَ شَدِيدًا يُسْكِرُ

তাহকীক:
তাহকীক চলমান