আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭১১
মদপানের শাস্তি।
৭১১। সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেন, হযরত উমার (রাযিঃ) আমাদের কাছে এলেন এবং বললেন, আমি অমুক ব্যক্তির মুখ থেকে শরাবের গন্ধ পেয়েছি। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বললো যে, হ্যাঁ, সে তালায়া নামক শরাব পান করেছে। এখন আমি এ সম্পর্কে জিজ্ঞেস করছি, এটা নেশার উদ্রেক করে কি না? যদি তা নেশার উদ্রেক করে তবে আমি তাকে শাস্তি দিবো। অতএব হযরত উমার (রাযিঃ) তাকে বেত্রাঘাত করেন।
بَابُ: الْحَدِّ فِي الشُّرْبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ قَالَ: خَرَجَ عَلَيْنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: إِنِّي وَجَدْتُ مِنْ فُلانٍ رِيحَ شَرَابٍ، فَسَأَلْتُهُ، فَزَعَمَ أَنَّهُ شَرِبَ طِلاءً، وَأَنَا سَائِلٌ عَنْهُ، فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ الْحَدَّ، فَجَلَدَهُ الْحَدَّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭১২
মদপানের শাস্তি।
৭১২। ছাওর ইবনে যায়েদ আদ-দীলী (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) শরাব পানের শাস্তি সম্পর্কে পরামর্শ করলেন। আলী (রাযিঃ) বলেন, আমার মতে তাকে আশি ঘা চাবুক মারা উচিত। কেননা সে মদ পান করলে কাণ্ডজ্ঞানশূন্য হয়ে যায়, আর জ্ঞানশূন্য হলে আজেবাজে কথা বকে, আর আজেবাজে কথা বললেই সে মিথ্যা কথা বলবে। অতএব উমার (রাযিঃ) শরাবপানে আশি বেত্রাঘাত করেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ثَوْرُ بْنُ زَيْدٍ الدِّيلِيُّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اسْتَشَارَ فِي الْخَمْرِ يَشْرَبُهَا الرَّجُلُ، فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَرَى أَنْ تَضْرِبَهُ ثَمَانِينَ، فَإِنَّهُ إِذَا شَرِبَهَا سَكِرَ، وَإِذَا سَكِرَ هَذَى، وَإِذَا هَذَى افْتَرَى "، أَوْ كَمَا قَالَ.
فجَلَدَ عُمَرُ فِي الْخَمْرِ ثَمَانِينَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান