আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১১- শরীআতে চুরির দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৯০
যে চোরের এক হাত অথবা এক হাত ও এক পা কাটা গেছে।
৬৯০। আব্দুর রহমান ইবনুল কাসিম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। ইয়ামানের এক ব্যক্তি মদীনায় আসে। তার এক হাত ও এক পা কাটা ছিল। সে আবু বাকর (রাযিঃ)-র বাড়ীতে আশ্রয় নিলো এবং তার কাছে নালিশ করলো যে, ইয়ামানের শাসক তার উপর জুলুম করেছেন। লোকটি রাতে নফল নামায পড়ছিল। আর আবু বাকর (রাযিঃ) বলেন, তোমার পিতার শপথ! তোমার এ রাত যেন চোরের রাত না হয়। ইত্যবসরে আবু বাকর (রাযিঃ)-র স্ত্রী আসমা বিনতে উমাইসের গলার হার হারিয়ে যায়। ইয়ামানী ব্যক্তি তাদের সাথে চলাফেরা করতো আর বলতো, হে আল্লাহ! যে ব্যক্তি এই নেক পরিবারের ঘরে চুরি করেছে, তুমি তাকে ধ্বংস করো। অনুসন্ধানের পর হারটি এক স্বর্ণকারের দোকানে পাওয়া যায়। স্বর্ণকার বললো, ঐ খোঁড়া লোকটি তাকে এই হার দিয়েছে। খোঁড়া লোকটি নিজের চুরির কথা স্বীকার করলো অথবা সাক্ষ্য-প্রমাণে সে দোষী সাব্যস্ত হলো। আবু বাকর (রাযিঃ) তার হাত কাটার নির্দেশ দিলেন। অতএব তার বাম হাত কাটা হলো। আবু বাকর (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! তার চুরির তুলনায় তার নিজের জন্য নিজের বদদোয়া আমার কাছে অধিক ভয়ংকর মনে হয়েছে।
بَابُ: السَّارِقِ يَسْرِقُ، وَقَدْ قُطِعَتْ يَدُهُ، أَوْ يَدُهُ وَرِجْلُهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْيَمَنِ أَقْطَعَ الْيَدِ وَالرِّجْلِ قَدِمَ، فَنَزَلَ عَلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَشَكَا إِلَيْهِ أَنَّ عَامِلَ الْيَمَنِ ظَلَمَهُ، قَالَ: فَكَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَيَقُولُ أَبُو بَكْرٍ: وَأَبِيكَ، مَا لَيْلُكَ بِلَيْلِ سَارِقٍ، ثُمَّ افْتَقَدُوا حُلِيًّا لأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ امْرَأَةِ أَبِي بَكْرٍ، فَجَعَلَ يَطُوفُ مَعَهُمْ، وَيَقُولُ: اللَّهُمَّ عَلَيْكَ بِمَنْ بَيَّتَ أَهْلَ هَذَا الْبَيْتِ الصَّالِحِ، فَوَجَدُوهُ عِنْدَ صَائِغٍ، زَعَمَ أَنَّ الأَقْطَعَ جَاءَهُ بِهِ، فَاعْتَرَفَ بِهِ الأَقْطَعُ، أَوْ شُهِدَ عَلَيْهِ، فَأَمَرَ بِهِ أَبُو بَكْرٍ، فَقُطِعَتْ يَدُهُ الْيُسْرَى، قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ، لَدُعَاؤُهُ عَلَى نَفْسِهِ أَشَدُّ عِنْدِي عَلَيْهِ مِنْ سَرِقَتِهِ ".

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯১
যে চোরের এক হাত অথবা এক হাত ও এক পা কাটা গেছে।
৬৯১। ইবনে শিহাব যুহরী (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ)-র সূত্রে বর্ণিত আছে যে, যে ব্যক্তি আসমা (রাযিঃ)-র অলংকার চুরি করেছিল তার ডান হাত কাটা ছিল । অতএব আবু বাকর (রাযিঃ) তার বাম পা কাটার নির্দেশ দেন। তার এক হাত ও এক পা কাটা ছিল, এ কথা হযরত আয়েশা (রাযিঃ) অস্বীকার করেছেন। আর ইবনে শিহাব (রাহঃ) এই ধরনের খবর সম্পর্কে তার এলাকার লোকদের তুলনায় অধিক বেশী অবগত ছিলেন। তাছাড়া আমরা হযরত উমার (রাযিঃ) এবং হযরত আলী (রাযিঃ) সম্পর্কে জানতে পেরেছি যে, তারা উভয়ে চোরের ডান হাত ও বাম পায়ের অধিক অঙ্গ কাটার নির্দেশ দিতেন না। এই দু'টি অংগ কাটার পরও যদি কোন ব্যক্তি পুনরায় চুরি করে ধরা পড়তো, তবে তারা উভয়ে তার কাছ থেকে জরিমানা আদায় করতেন, অঙ্গ ছেদন করতেন না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
قَالَ مُحَمَّدٌ: قَالَ ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ: يُرْوَى ذَلِكَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: إِنَّمَا كَانَ الَّذِي سَرَقَ حُلِيَّ أَسْمَاءَ أَقْطَعَ الْيَدِ الْيُمْنَى، فَقَطَعَ أَبُو بَكْرٍ رِجْلَهُ الْيُسْرَى، وَكَانَتْ تُنْكِرُ أنْ يَكُونَ أَقْطَعَ الْيَدِ وَالرِّجْلِ، وَكَانَ ابْنُ شِهَابٍ أَعْلَمَ مِنْ غَيْرِهِ بِهَذَا وَنَحْوِهِ مِنْ أَهْلِ بِلادِهِ، وَقَدْ بَلَغَنَا، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُمَا لَمْ يَزِيدَا فِي الْقَطْعِ عَلَى قَطْعِ الْيُمْنَى، أَوِ الرِّجْلِ الْيُسْرَى، فَإِنْ أُتِيَ بِهِ بَعْدَ ذَلِكَ لَمْ يَقْطَعَاهُ وَضَمَّنَاهُ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান