আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫৯
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার সম্পর্কে।
৬৫৯। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে বলতেন, এটা যা ধরে রাখে তা তুমি খাও—সে তা হত্যা করলেও অথবা না করলেও।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কুকুর তা মেরে ফেলুক বা জীবন্ত ধরে রাখুক, তুমি তা যবেহ করে খেতে পারো — যদি কুকুর তা থেকে না খেয়ে থাকে । যদি সে তা থেকে খেয়ে থাকে তাহলে তা খেও না। কেননা সে তা নিজের জন্য শিকার করেছে (তোমার জন্য নয়)। হযরত ইবনে আব্বাস (রাযিঃ)-রও এই মত আমরা জানতে পেরেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কুকুর তা মেরে ফেলুক বা জীবন্ত ধরে রাখুক, তুমি তা যবেহ করে খেতে পারো — যদি কুকুর তা থেকে না খেয়ে থাকে । যদি সে তা থেকে খেয়ে থাকে তাহলে তা খেও না। কেননা সে তা নিজের জন্য শিকার করেছে (তোমার জন্য নয়)। হযরত ইবনে আব্বাস (রাযিঃ)-রও এই মত আমরা জানতে পেরেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: صَيْدِ الْكَلْبِ الْمُعَلَّمِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ فِي الْكَلْبِ الْمُعَلَّمِ: كُلْ مَا أَمْسَكَ عَلَيْكَ، إِنْ قَتَلَ، أَوْ لَمْ يَقْتُلْ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، كُلُّ مَا قُتِلَ، وَمَا لَمْ يُقْتَلْ إِذَا ذَكَّيْتَهُ مَا لَمْ يَأْكُلْ مِنْهُ، فَإِنْ أَكَلَ، فَلا تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَكَذَلِكَ بَلَغَنَا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান