আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫৭
মুমূর্ষু অবস্থায় ছাগল ইত্যাদি যবেহ করা হলে।
৬৫৭। আবু মুররা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-র কাছে জিজ্ঞেস করলেন, একটি বকরী মুমূর্ষু অবস্থায় যবেহ করা হয়েছে এবং এর দেহের কোন কোন অংশ নড়াচড়া করেছে—তা খাওয়া যাবে কিনা? তিনি তা খাওয়ার অনুমতি দিলেন। অতঃপর আবু মুররা বিষয়টি সম্পর্কে যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, মৃত জীবও (মৃত্যুর মুহূর্তে) নড়াচড়া করতে পারে। অতএব তিনি তা খেতে নিষেধ করলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যদি তা এমনভাবে নড়াচড়া করে যার ফলে প্রবল ধারণা জন্মে যে, তা এখনো জীবিত আছে—তবে এর গোশত খাওয়া যেতে পারে। কিন্তু তা যদি এমনভাবে নড়াচড়া করে – যার ফলে প্রবল ধারণা জন্মায় যে, তা মরে গেছে, তবে তা খাওয়া যাবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যদি তা এমনভাবে নড়াচড়া করে যার ফলে প্রবল ধারণা জন্মে যে, তা এখনো জীবিত আছে—তবে এর গোশত খাওয়া যেতে পারে। কিন্তু তা যদি এমনভাবে নড়াচড়া করে – যার ফলে প্রবল ধারণা জন্মায় যে, তা মরে গেছে, তবে তা খাওয়া যাবে না।
بَابُ: الشَّاةِ وَغَيْرِ ذَلِكَ تُذَكَّى قَبْلَ أَنْ تَمُوتَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي مُرَّةَ، أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ عَنْ «شَاةٍ ذَبَحَهَا فَتَحَرَّكَ بَعْضُهَا؟ فَأَمَرَهُ بِأَكْلِهَا» ، ثُمَّ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ فَقَالَ: «إِنَّ الْمَيْتَةَ لَتَتَحَرَّكُ، وَنَهَاهُ» ، قَالَ مُحَمَّدٌ: إِذَا تَحَرَّكَتْ تَحَرُّكًا: أَكْبَرُ الرَّأْيِ فِيهِ وَالظَّنِّ أَنَّهَا حَيَّةٌ أُكِلَتْ، وَإِذَا كَانَ تَحَرُّكُهَا شَبِيهًا بِالاخْتِلاجِ، وَأَكْبَرُ الرَّأْيِ وَالظَّنِّ فِي ذَلِكَ أَنَّهَا مَيْتَةٌ لَمْ تُؤْكَلْ

তাহকীক:
তাহকীক চলমান