আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৭৯
রুকনসমূহ চুমা দেয়া বা স্পর্শ করার বর্ণনা।
৪৭৯। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ হে আয়েশা! তুমি কি দেখছো না, তোমার জাতির লোকেরা যখন কাবাঘর পুনর্নির্মাণ করে, তখন হযরত ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর তা নির্মাণ করেনি। আয়েশা (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাহলে আপনি তা পুনরায় ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর স্থাপন করছেন না কেন? তিনি বলেনঃ তোমার জাতির লোকেরা যদি নওমুসলিম না হতো তবে (আমি তা ইবরাহীম (আ)-এর ভিত্তির উপর পুনর্নির্মাণ করতাম)। (অধস্তন রাবী) আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বললেন, আয়েশা (রাযিঃ) যদি একথা রাসূলুল্লাহ ﷺ -এর নিকট শুনে থাকেন, তবে এই বর্ণনা থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ হাতীম সংলগ্ন রুক্‌নে শামী ও রুকনে ইরাকী স্পর্শ করতেন না বা চুমা দিতেন না। কেননা এ সময় কাবাঘর ইবরাহীম আলাইহিস সালামের ভিতের উপর নির্মিত ছিলো না।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ؟ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلا تَرُدَّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ قَالَتْ: فَقَالَ: لَوْلا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ، قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلامَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحَجَرَ إِلا أَنَّ الْبَيْتَ لَمْ يَتِمَّ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান