আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৭১
হজ্জের মৌসুমে রক্তপ্রদর রোগিণীর বিধান।
৪৭১। আবু মায়েয আব্দুল্লাহ ইবনে সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র সাথে বসা ছিলেন। এমন সময় এক মহিলা তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসলো। সে বললো, আমি বাইতুল্লাহ তাওয়াফ করার ইচ্ছা করেছিলাম। আমি যখন মসজিদের দরজায় পৌঁছলাম, তখন রক্তস্রাব শুরু হয়। আমি ফিরে এলাম। রক্তস্রাব বন্ধ হলে আমি পুনরায় তাওয়াফের উদ্দেশে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলাম। এমন সময় আবার রক্তস্রাব শুরু হয়। আমি পুনরায় ফিরে এলাম। অতঃপর তা বন্ধ হলে আমি আবার মসজিদের দরজা পর্যন্ত পৌঁলাম। ইবনে উমার (রাযিঃ) তাকে বলেন, এটা মাসিক ঋতু নয়, বরং শিরাজনিত একটি রোগ, শয়তানের কারসাজি। অতএব তুমি গোসল করো, অতঃপর লজ্জাস্থানে পট্টি বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ করো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। রক্ত প্রদরের রোগিণী উযু করবে, অতঃপর লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ করবে। অতঃপর পাক মহিলারা যা করে, সেও তাই করবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিক্হবিদের এটাই সাধারণ মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। রক্ত প্রদরের রোগিণী উযু করবে, অতঃপর লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ করবে। অতঃপর পাক মহিলারা যা করে, সেও তাই করবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিক্হবিদের এটাই সাধারণ মত ।
بَابُ: الْمُسْتَحَاضَةِ فِي الْحَجِّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، أَنَّ أَبَا مَاعِزٍ عَبْدَ اللَّهِ بْنُ سُفْيَانَ أَخْبَرَهُ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَجَاءَتْهُ امْرَأَةٌ تَسْتَفْتِيهِ، فَقَالَتْ: " إِنِّي أَقْبَلْتُ أُرِيدُ أَنْ أَطُوفَ الْبَيْتَ حَتَّى إِذَا كُنْتُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ أَهْرَقْتُ، فَرَجَعْتُ حَتَّى ذَهَبَ ذَلِكَ عَنِّي، ثُمَّ أَقْبَلْتُ حَتَّى إِذَا كُنْتُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ أَهْرَقْتُ، فَرَجَعْتُ حَتَّى ذَهَبَ ذَلِكَ عَنِّي، ثُمَّ رَجَعْتُ إِلَى بَابِ الْمَسْجِدِ أَيْضًا، فَقَالَ لَهَا ابْنُ عُمَرَ: إِنَّمَا ذَلِكَ رَكْضَةٌ مِنَ الشَّيْطَانِ فَاغْتَسِلِي ثُمَّ اسْتَثْفِرِي بِثَوْبٍ ثُمَّ طُوفِي "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، هَذِهِ الْمُسْتَحَاضَةُ فَلْتَتَوَضَّأْ وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ تَطُوفُ وَتَصْنَعُ مَا تَصْنَعُ الطَّاهِرَةُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান