আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৭০
- হজ্ব - উমরার অধ্যায়
কোন মহিলা হজ্জ এবং উমরা করার নিয়াত করলো, অতঃপর ইহরাম বাঁধার পূর্বেই হায়েয শুরু হলো অথবা বাচ্চা প্রসব করলো।
৪৭০। আব্দুর রহমান ইবনুল কাসিম (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। বাইদা নামক স্থানে আসমা বিনতে উমাইস (রাযিঃ) মুহাম্মাদ (রাহঃ) ইবনে আবু বাকরকে প্রসব করলেন। আবু বাকর (রাযিঃ) বিষয়টি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে উল্লেখ করেন। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দাও”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। হায়েয এবং নিফাসগ্রস্ত মহিলাদের জন্য এটাই নিয়ম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। হায়েয এবং নিফাসগ্রস্ত মহিলাদের জন্য এটাই নিয়ম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الحج
بَابُ: الْمَرْأَةِ تُرِيدُ الْحَجَّ أَوِ الْعُمْرَةَ فَتَلِدُ أَوْ تَحِيضُ قَبْلَ أَنْ تُحْرِمَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ وَلَدَتْ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ بِالْبَيْدَاءِ، فَذَكَرَ ذَلِكَ أَبُو بَكْرٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهَا فَلْتَغْتَسِلْ ثُمَّ لِتُهِلَّ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ فِي النُّفَسَاءِ، وَالْحَائِضِ جَمِيعًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
তাহকীক: