আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫৭
- হজ্ব - উমরার অধ্যায়
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৭। আব্দুর রহমান-কন্যা আমরা (রাহঃ)-র আযাদকৃত বাঁদী রুকাইয়্যা (রাহঃ) বলেন যে, তিনি আমরার সাথে উমরা করার জন্য মক্কায় গিয়েছিলেন। রাবী বলেন, তিনি তারবিয়ার দিন** মক্কায় প্রবেশ করলেন। আমি তার সাথেই ছিলাম। রাবী বলেন, তিনি আল্লাহর ঘর তাওয়াফ করলেন এবং সাফা-মারওয়ার মাঝে সাঈ করলেন। অতঃপর মসজিদের আঙ্গিনায় ফিরে এলেন এবং আমাকে বললেন, তোমার সাথে কি কাঁচি আছে? আমি বললাম, না। তিনি বললেন, একটি কাঁচি খুঁজে নিয়ে এসো। আমি একটি কাঁচি সংগ্রহ করে নিয়ে এলাম। আমরাহ্ (রাহঃ) তা দিয়ে নিজের চুলের প্রান্তভাগ কাটলেন, অতঃপর কোরবানীর দিন একটি বকরী কোরবানী করলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই কর্মনীতি গ্রহণ করেছি। পুরুষ-মহিলা যে কেউ উমরা করলে, তাওয়াফ ও সাঈ থেকে অবসর হওয়ার পর কোরবানীর দিন চুল খাটো করবে এবং পশু সংগ্রহ করতে পারলে কোরবানী করবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الحج
بَابُ: الْمُعْتَمِرِ أَوِ الْمُعْتَمِرَةِ مَا يَجِبُ عَلَيْهِمَا مِنَ التَّقْصِيرِ وَالْهَدْيِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ مَوْلاةً لِعَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ يُقَالُ لَهَا: رُقَيَّةُ، أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ خَرَجَتْ مَعَ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ إِلَى مَكَّةَ، قَالَتْ: فَدَخَلَتْ عَمْرَةُ مَكَّةَ يَوْمَ التَّرْوِيَةِ وَأَنَا مَعَهَا، قَالَتْ: فَطَافَتْ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ دَخَلَتْ صُفَّةَ الْمَسْجِدِ، فَقَالَتْ: أَمَعَكَ مِقَصَّانِ؟ فَقُلْتُ: لا، قَالَتْ: فَالْتَمِسِيهِ لِي، قَالَتْ: فَالْتَمَسْتُهُ حَتَّى جِئْتُ بِهِ، فَأَخَذْتُ مِنْ قُرُونِ رَأْسِهَا، قَالَتْ: فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ ذَبَحَتْ شَاةً، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لِلْمُعْتَمِرِ وَالْمُعْتَمِرَةِ، يَنْبَغِي أَنْ يُقَصِّرَ مِنْ شَعْرِهِ إِذَا طَافَ وَسَعَى، فَإِذَا كَانَ يَوْمُ النَّحْرِ، ذَبَحَ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫৮
- হজ্ব - উমরার অধ্যায়
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৮। হযরত আলী (রাযিঃ) বলতেন, কোরআন মজীদের আয়াত, “ফামাস তাইসারা মিনাল হাদই” দ্বারা বকরী বুঝানো হয়েছে।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَلِيًّا، كَانَ يَقُولُ: «مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ شَاةٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫৯
- হজ্ব - উমরার অধ্যায়
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৯। ইবনে উমার (রাযিঃ) বলতেন, “ফামাস তাইসারা মিনাল হাদই” দ্বারা উট অথবা গরু বুঝানো হয়েছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা আলী (রাযিঃ)-র মত গ্রহণ করেছি। مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ (কোরবানীর জন্য যা সহজলভ্য হয়) আয়াত দ্বারা বকরী বুঝানো হয়েছে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই মত।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ بَعِيرٌ أَوْ بَقَرَةٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ عَلِيٍّ نَأْخُذُ، مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ شَاةٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক: