আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৬০
ইহরামবিহীন অবস্থায় মক্কায় প্রবেশ করা।
৪৬০। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) উমরা করলেন, অতঃপর মদীনার উদ্দেশে রওয়ানা হলেন। কাদীদ নামক স্থানে পৌঁছার পর তার কাছে মদীনা থেকে একটি সংবাদ আসলো এবং তিনি ফিরে এসে বিনা ইহরামে মক্কায় প্রবেশ করলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মত হচ্ছে, যেসব লোক মীকাতের অভ্যন্তরে অথবা মক্কার কাছাকাছি জায়গায় বসবাস করে, যেখানে কোন মীকাত নেই, তাদের জন্য বিনা ইহরামে মক্কায় প্রবেশ করা জায়েয। কিন্তু যেসব লোক মীকাতের সীমার বাইরে বসবাস করে তাদের জন্য ইহরামবিহীন অবস্থায় মক্কায় প্রবেশ করা জায়েয নয়। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «اعْتَمَرَ، ثُمَّ أَقْبَلَ حَتَّى إِذَا كَانَ بِقُدَيْدٍ جَاءَهُ خَبَرٌ مِنَ الْمَدِينَةِ، فَرَجِعَ فَدَخَلَ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ كَانَ فِي الْمَوَاقِيتِ، أَوْ دُونَهَا إِلَى مَكَّةَ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ وَقْتٌ مِنَ الْمَوَاقِيتِ الَّتِي وُقِّتَتْ، فَلا بَأْسَ أَنْ يَدْخُلَ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ، وَأَمَّا مَنْ كَانَ خَلْفَ الْمَوَاقِيتِ أَيَّ وَقْتٍ مِنَ الْمَوَاقِيتِ الَّتِي بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ، فَلا يَدْخُلَنَّ مَكَّةَ إِلا بِإِحْرَامٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান