আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫৬
মক্কার অধিবাসী এবং বাইরের লোক, সকলের উপর কি হজ্জ ও উমরার তাওয়াফে রমল করা ওয়াজিব।
৪৫৬। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (উরওয়া) আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছেন যে, তিনি তানঈম থেকে উমরার ইহরাম বেঁধে এসে কাবাঘর প্রদক্ষিণের সময় তিন চক্করে রমল করেছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। মক্কাবাসী এবং মক্কার বাইরের লোক, সকলের হজ্জ ও উমরার তাওয়াফে (প্রথম তিন চক্করে) রমল করা ওয়াজিব। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। মক্কাবাসী এবং মক্কার বাইরের লোক, সকলের হজ্জ ও উমরার তাওয়াফে (প্রথম তিন চক্করে) রমল করা ওয়াজিব। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: الْمَكِّيِّ وَغَيْرِهِ يَحُجُّ أَوْ يَعْتَمِرُ هَلْ يَجِبُ عَلَيْهِ الرَّمْلُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ «أَحْرَمَ بِعُمْرَةٍ مِنَ التَّنْعِيمِ» ، قَالَ: «ثُمَّ رَأَيْتُهُ يَسْعَى حَوْلَ الْبَيْتِ حَتَّى طَافَ الأَشْوَاطَ الثَّلاثَةَ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الرَّمْلُ وَاجِبٌ عَلَى أَهْلِ مَكَّةَ وَغَيْرِهِمْ فِي الْعُمْرَةِ وَالْحَجِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান