আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫৫
বাইতুল্লাহ শরীফ তাওয়াফের সময় রমল করার বর্ণনা।
৪৫৫। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ হাজারে আসওয়াদ থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত (তিন চক্করে) রমল করেছেন (ঘন ঘন এবং কিছুটা দ্রুত পদক্ষেপে বাহু দুলিয়ে হেঁটেছেন)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। বাইতুল্লাহ প্রদক্ষিণের সময় প্রথম তিন চক্করে রমল করতে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। বাইতুল্লাহ প্রদক্ষিণের সময় প্রথম তিন চক্করে রমল করতে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: الرَّمْلِ بِالْبَيْتِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْحَرَامِيِّ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الرَّمْلُ ثَلاثَةُ أَشْوَاطٍ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى

তাহকীক:
তাহকীক চলমান