আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪২৭
ইহরাম অবস্থায় কোন্ ধরনের প্রাণী হত্যা করা জায়েয।
৪২৭। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আমান বলেনঃ পাঁচ প্রকারের প্রাণী হত্যা করা মুহরিম ব্যক্তির জন্য বৈধঃ কাক, ইঁদুর, বিছা, চিল ও পাগলা কুকুর ।
بَابُ: مَا رُخِّصَ لِلْمُحْرِمِ أَنْ يَقْتُلَ مِنَ الدَّوَابِّ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ مِنَ الدَّوَابِ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ: الْغُرَابُ، وَالْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْحِدَأَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪২৮
ইহরাম অবস্থায় কোন্ ধরনের প্রাণী হত্যা করা জায়েয।
৪২৮। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ এমন পাঁচটি প্রাণী আছে, কোন ব্যক্তি ইহরাম অবস্থায় তা হত্যা করলে তার কোন অপরাধ হবে না। সেগুলো হচ্ছেঃ বিছা, ইঁদুর, মস্তিষ্ক বিকৃত কুকুর, কাক ও চিল ।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ مِنَ الدَّوَابِّ، مَنْ قَتَلَهُنَّ وَهُوَ مُحْرِمٌ، فَلا جُنَاحَ عَلَيْهِ: الْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْغُرَابُ، وَالْحِدَأَةُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪২৯
ইহরাম অবস্থায় কোন্ ধরনের প্রাণী হত্যা করা জায়েয।
৪২৯। যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) হেরেমের মধ্যে সাপ মারার নির্দেশ দিয়েছেন ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ «أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ فِي الْحَرَمِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩০
ইহরাম অবস্থায় কোন্ ধরনের প্রাণী হত্যা করা জায়েয।
৪৩০। সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ গিরগিটি হত্যা করার নির্দেশ দিয়েছেন । ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত সমুদয় হাদীসের উপর আমরা আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ: بَلَغَنِي، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، كَانَ يَقُولُ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান