আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৯২
- হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা ।
৩৯২। খাল্লাদ ইবনুস সায়েব আল-আনসারী (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “জিবরাঈল (আ) আমার কাছে এসে নির্দেশ দিয়ে গেছেন, আমি যেন আমার সাহাবী এবং আমার সাথের লোকদের নির্দেশ দেই, তারা যেন উচ্চস্বরে তালবিয়া পাঠ করে”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। নিচুস্বরে তালবিয়া পাঠ করার তুলনায় উচ্চস্বরে পাঠ করা অধিক উত্তম। ইমাম আবু হানীফাসহ আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। নিচুস্বরে তালবিয়া পাঠ করার তুলনায় উচ্চস্বরে পাঠ করা অধিক উত্তম। ইমাম আবু হানীফাসহ আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الحج
بَابُ: رَفْعِ الصَّوْتِ بِالتَّلْبِيَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي بَكْرِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَخْبَرَهُ، أَنَّ خَلادَ بْنَ السَّائِبِ الأَنْصَارِيَّ، ثُمَّ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، أَخْبَرَهُ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ، فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي، أَوْ مَنْ مَعِيَ أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالإِهْلالِ بِالتَّلْبِيَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، رَفْعُ الصَّوْتِ بِالتَّلْبِيَةِ أَفْضَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
তাহকীক: