আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪১
কানয বা যে সম্পদের যাকাত পরিশোধ করা হয় না।
৩৪১। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ)-কে কানয সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, যে মালের যাকাত পরিশোধ করতে হয় না তাকে কানয বলে।
بَابُ: الْكَنْزِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ، عَنِ الْكَنْزِ؟ فَقَالَ: «هُوَ الْمَالُ الَّذِي لا تُؤَدَّى زَكَاتُهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪২
কানয বা যে সম্পদের যাকাত পরিশোধ করা হয় না।
৩৪২। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, যার ধন-সম্পদ আছে অথচ সে তার যাকাত পরিশোধ করে না, তার সেই সম্পদকে কিয়ামতের দিন মাথায় টাকবিশিষ্ট অজগর সাপে পরিণত করা হবে। এর দুই চোখের উপর দু'টি কালো দাগ থাকবে। তা তার দিকে ধাবিত হবে এবং তার নাগালে পৌঁছে বলবে, আমি তোমার সেই সম্পদ, যার যাকাত আদায় করোনি।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " مَنْ كَانَ لَهُ مَالٌ، وَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ، مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ يَطْلُبُهُ حَتَّى يُمْكِنَهُ فَيَقُولَ: أَنَا كَنْزُكَ "

তাহকীক:
তাহকীক চলমান