আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪৩
যাদের জন্য যাকাতের মাল গ্রহণ করা জায়েয।
৩৪৩। আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ ধনী ব্যক্তির জন্য যাকাতের মাল খাওয়া জায়েয নয়। কিন্তু পাঁচ ব্যক্তির জন্য তা গ্রহণ করা জায়েয (তারা ধনী হলেও)ঃ আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত ব্যক্তি, যাকাত আদায়কারী কর্মচারী, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি নিজের সম্পদের বিনিময়ে যাকাতের মাল কিনে নিবে এবং কোন ব্যক্তির মিসকীন প্রতিবেশীকে যাকাত দেয়া হলো এবং সে তা তার ধনী প্রতিবেশীকে উপঢৌকন হিসাবে দান করলো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। আল্লাহ্র পথের সৈনিক যদি যাকাতের মুখাপেক্ষী হয়ে না পড়ে তার জন্য যাকাতের মাল গ্রহণ না করাই উত্তম। অনুরূপভাবে কোন ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি ঋণ পরিশোধ করার পরও নিসাব পরিমাণ মাল থেকে যাওয়ার মতো সম্পদ থাকে, তবে তার জন্যও যাকাতের মাল গ্রহণ করা ভালো নয়। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: مَنْ تَحِلُّ لَهُ الزَّكَاةُ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلا لِخَمْسَةٍ: لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَارِمٍ، أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ لِرَجُلٍ لَهُ جَارٌ مِسْكِينٌ تُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ، فَأَهْدَى إِلَى الْغَنِيِّ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَالْغَازِي فِي سَبِيلِ اللَّهِ إِذَا كَانَ لَهُ عَنْهَا غِنًى يَقْدِرُ بِغِنَاهُ عَلَى الْغَزْوِ لَمْ يُسْتَحَبَّ لَهُ أَنْ يَأْخُذَ مِنْهَا شَيْئًا، وَكَذَلِكَ الْغَارِمُ إِنْ كَانَ عِنْدَهُ وَفَاءٌ بِدَيْنِهِ، وَفَضْلٌ تَجِبُ فِيهِ الزَّكَاةُ لَمْ يُسْتَحَبَّ لَهُ أَنْ يَأْخُذَ مِنْهَا شَيْئًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান