আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪০
গরুর যাকাত।
৩৪০। তাউস (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ মুআয ইবনে জাবাল (রাযিঃ)-কে ইয়ামনে পাঠান। তিনি গরুর যাকাত সম্পর্কে তাকে নির্দেশ দিলেনঃ “প্রতি তিরিশটি গরুতে এক বছর বয়সের একটি বাচ্চুর এবং প্রতি চল্লিশটি গরুতে দুই বছর বয়সের একটি বাছুর যাকাত হিসাবে গ্রহণ করবে”। অতঃপর তাকে তিরিশের কম সংখ্যক গরুর যাকাত দেয়া হলে, তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -এর কাছ থেকে এ সম্পর্কে কিছু শুনিনি। আমি তাঁর কাছে ফিরে গিয়ে এ সম্পর্কিত নির্দেশ জেনে নিবো। (রাবী বলেন) মুআয (রাযিঃ) ফিরে আসার পূর্বেই রাসূলুল্লাহ ইন্তেকাল করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। তিরিশের কম সংখ্যক গরুর উপর যাকাত ধার্য হবে না। তিরিশ থেকে উনচল্লিশ সংখ্যক পর্যন্ত গরুর উপর এক বছরের একটি এড়ে বাছুর বা বকনা বাছুর যাকাত ধার্য হবে। গরুর সংখ্যা যখন চল্লিশে পৌঁছে যাবে, তখন দুই বছরের একটি এড়ে বাছুর বা বকনা বাছুর তার যাকাত হিসাবে ধার্য হবে।**
ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সাধারণ ফিকহবিদদেরও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। তিরিশের কম সংখ্যক গরুর উপর যাকাত ধার্য হবে না। তিরিশ থেকে উনচল্লিশ সংখ্যক পর্যন্ত গরুর উপর এক বছরের একটি এড়ে বাছুর বা বকনা বাছুর যাকাত ধার্য হবে। গরুর সংখ্যা যখন চল্লিশে পৌঁছে যাবে, তখন দুই বছরের একটি এড়ে বাছুর বা বকনা বাছুর তার যাকাত হিসাবে ধার্য হবে।**
ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সাধারণ ফিকহবিদদেরও এই মত।
بَابُ: صَدَقَةِ الْبَقَرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ قَيْسٍ، عَنْ طَاوُسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذَ بْنَ الْجَبَلِ إِلَى الْيَمَنِ، «فَأَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنْ كُلِّ ثَلاثِينَ بَقَرَةً تَبِيعًا، وَمِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً» ، فَأُتِيَ بِهَا دُونَ ذَلِكَ، فَأَبَى أَنْ يَأْخُذَ مِنْهُ شَيْئًا، وَقَالَ: لَمْ أَسْمَعْ فِيهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا حَتَّى أَرْجِعَ إِلَيْهِ، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَقْدَمَ مُعَاذٌ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لَيْسَ فِي أَقَلِّ مِنْ ثَلاثِينَ مِنَ الْبَقَرِ زَكَاةٌ، فَإِذَا كَانَتْ ثَلاثِينَ فَفِيهَا تَبِيعٌ، أَوْ تَبِيعَةٌ، وَالتَّبِيعُ الْجَذَعُ الْحَوْلِيُّ، إِلَى أَرْبَعِينَ، فَإِذَا بَلَغَتْ أَرْبَعِينَ فَفِيهَا مُسِنَّةٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَالْعَامَّةِ

তাহকীক:
তাহকীক চলমান