আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৩৯
ভূগর্ভে প্রোথিত দ্রব্যের যাকাত
৩৩৯ । তাবীঈ রবীআ ইবনে আবু আব্দুর রহমান (রাহঃ) থেকে একাধিক সাহাবীর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ আমার কাবালিয়া নামক স্থানের একটি খনি বিলাল ইবনুল হারিছ আল-মুযানীকে জায়গীররূপে দান করেছিলেন। তা আল-ফুরআ নামক এলাকার সন্নিকটে অবস্থিত ছিল। ঐসব খনি থেকে তখন পর্যন্ত যাকাত ছাড়া অন্য কিছু আদায় করা হয়নি (অর্থাৎ এক-পঞ্চমাংশ আদায় করা হয়)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নিম্নোক্ত হাদীসটি অত্যন্ত প্রসিদ্ধঃ

ان النبی ﷺ قال في الركاز الخمس قيل يا رسول الله وما الركاز قال المال الذي خلقه الله تعالى في الأرض يوم خلق السموت والأرض في هذه المعادن ففيها الخمس (أخرجه الأئمة الستة وغيرهم)

“নবী ﷺ বলেনঃ খনিজ দ্রব্যের উপর খুমুস (এক-পঞ্চমাংশ) ধার্য হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! 'রিকায’ কি?** তিনি বলেনঃ সেই সম্পদ যা আল্লাহ তাআলা আসমান-জমীন সৃষ্টির দিন ভূগর্ভস্থ খনির মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এর এক-পঞ্চমাংশ যাকাত হিসাবে প্রদান করতে হবে”।
ইমাম আবু হানীফা (রাহঃ) ও সাধারণ ফিকহবিদদেরও এই মত ।
بَابُ: الرِّكَازِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، وَغَيْرُهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْطَعَ لِبَلالِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّ مَعَادِنَ مِنْ مَعَادِنِ الْقَبَلِيَّةِ، وَهُوَ مِنْ نَاحِيَةِ الْفُرُعِ، فَتِلْكَ الْمَعَادِنُ إِلَى الْيَوْمِ لا يُؤْخَذُ مِنْهَا إِلا الزَّكَاةُ» ، قَالَ مُحَمَّدٌ: الْحَدِيثُ الْمَعْرُوفُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الرِّكَازِ الْخُمُسُ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الرِّكَازُ؟ قَالَ: الْمَالُ الَّذِي خَلَقَهُ اللَّهُ تَعَالَى فِي الأَرْضِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي هَذِهِ الْمَعَادِنِ، فَفِيهَا الْخُمُسُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، وَالْعَامَّةُ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান