আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩০৬
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৬। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তোমরা জানাযা ও দাফন-কাফনের কাজ দ্রুত সম্পন্ন করো। কেননা যদি সে নেককার লোক হয়ে থাকে তবে তোমরা তাকে দ্রুত কল্যাণের স্থানে পৌছে দিলে। আর যদি সে খারাপ লোক হয়ে থাকে তবে খারাপকে তোমরা নিজেদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে রাখলে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। দাফন-কাফনের ব্যাপারে বিলম্ব করার চেয়ে জলদি করাই উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابُ: الْمَشْيِ بِالْجَنَائِزِ وَالْمَشْيِ مَعَهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: «أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُ، أَوْ شَرٌّ تُلْقُونَهُ عَنْ رِقَابِكُمْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، السُّرْعَةُ بِهَا أَحَبُّ إِلَيْنَا مِنَ الإِبْطَاءِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩০৭
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৭। যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ জানাযার (লাশের) আগে আগে চলতেন। খোলাফায়ে রাশেদূন এবং আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-ও তাই করতেন।**
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَمْشِي أَمَامَ الْجِنَازَةِ» ، وَالْخُلَفَاءُ هَلُمَّ جَرًّا وَابْنُ عُمَرَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩০৮
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৮ । রবীআ ইবনে আব্দুল্লাহ ইবনে হুদাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে দেখলেন যে, তিনি লোকদেরকে যয়নব বিনতে জাহশ (রাযিঃ)-র লাশের আগে আগে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, লাশের আগে আগে যাওয়া উত্তম, তবে পিছনে পিছনে যাওয়া অধিক উত্তম। ইমাম আবু হানীফারও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ هُدَيْرٍ، أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ «يَقْدُمُ النَّاسَ أَمَامَ جِنَازَةِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ» ، قَالَ مُحَمَّدٌ: الْمَشْيُ أَمَامَهَا حَسَنٌ، وَالْمَشْيُ خَلْفَهَا أَفْضَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান