আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩০৫
মৃত ব্যক্তির কাফন।
৩০৫। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ) বলেন, মৃত ব্যক্তির কাফনে জামা ও লুঙ্গি পরাবে এবং তৃতীয় কাপড়টি চাদর হিসাবে ব্যবহার করবে। যদি তিনখানা কাপড় সংগ্রহ করা সম্ভব না হয় তবে একটি কাপড়ই যথেষ্ট।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নিয়ম গ্রহণ করেছি। লুংগিকে চাদরের মতোই দ্বিতীয় কাপড় হিসাবে ব্যবহার করা (লুঙ্গি হিসাবে নয়) আমাদের কাছে পছন্দনীয়। মৃতের কাফনে দু'টি কাপড়ের কম দেয়া আমাদের কাছে পছন্দনীয় নয়। তবে প্রয়োজন বশত এক কাপড়ে কাফন দেয়া যেতে পারে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ: مَا يُكَفَّنُ بِهِ الْمَيِّتُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ: «الْمَيِّتُ يُقَمَّصُ وَيُؤَزَّرُ، وَيُلَفُّ بِالثَّوْبِ الثَّالِثِ، فَإِنْ لَمْ يَكُنْ إِلا ثَوْبٌ وَاحِدٌ كُفِّنَ فِيهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الإِزَارُ بِجَعْلِ لِفَافَةٍ مِثْلَ الثَّوْبِ الآخَرِ أَحَبُّ إِلَيْنَا مِنْ أَنْ يُؤَزَّرَ، وَلا يُعْجِبُنَا أَنْ يَنْقُصَ الْمَيِّتُ فِي كَفَنِهِ مِنْ ثَوْبَيْنِ إِلا مِنْ ضَرُورَةٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান