আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯৯
চলার পথে নারী বা পুরুষের কাপড়ে আবর্জনা বা ময়লা লাগলে।
২৯৯। ইবরাহীম ইবনে আব্দুর রহমান ইবনে আওফের উম্মে ওয়ালাদ (বাঁদী-কন্যা হামীদা) থেকে বর্ণিত। তিনি নবী ﷺ -এর স্ত্রী উম্মু সালামা (রাযিঃ)-র কাছে মাসআলা জানতে চেয়ে বলেন, ' আমি আমার পরিধেয় বস্ত্রের ঝুল লম্বা করি এবং আবর্জনার স্থান দিয়ে যাতায়াত করি (এর হুকুম কি)। উম্মু সালামা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “অতঃপর পাক জায়গা হেঁচড়ানোতে এই নাপাক দূর হয়ে যায়।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, সামান্য পরিমাণ ময়লা লাগলে কোন দোষ নেই। কিন্তু অবর্জনা বেশী লাগলে কাপড় পরিষ্কার করে না নেয়া পর্যন্ত নামায হবে না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, সামান্য পরিমাণ ময়লা লাগলে কোন দোষ নেই। কিন্তু অবর্জনা বেশী লাগলে কাপড় পরিষ্কার করে না নেয়া পর্যন্ত নামায হবে না। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الرَّجُلِ يَجُرُّ ثَوْبَهُ وَالْمَرْأَةُ تَجُرُّ ذَيْلَهَا فَيَعْلَقُ بِهِ قَذَرٌ وَمَا كُرِهَ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُمَارَةَ بْنِ عَامِرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أُمِّ وَلَدٍ لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي، وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ مَا لَمْ يَعْلَقْ بِالذَّيْلِ قَذَرٌ، فَيَكُونُ أَكْثَرَ مِنْ قَدْرِ الدِّرْهَمِ الْكَبِيرِ الْمِثْقَالِ: فَإِذَا كَانَ كَذَلِكَ، فَلا يُصَلِّيَنَّ فِيهِ حَتَّى يَغْسِلَهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান