আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০০
জিহাদের ফযীলাত।
৩০০। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আল্লাহর পথে যুদ্ধরত সৈনিক এমন রোযাদার ও নামাযী ব্যক্তির সমতুল্য যে কখনো নামায-রোযা করতে অবসন্ন হয় না। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে না আসা পর্যন্ত সে এই মর্যাদার অধিকারী থাকে।
بَابُ: فَضْلِ الْجِهَادِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، كَمَثَلِ الصَّائِمِ الْقَانِتِ الَّذِي لا يَفْتُرُ مِنْ صِيَامٍ، وَلا صَلاةٍ حَتَّى يَرْجِعَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০১
জিহাদের ফযীলাত।
৩০১। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! আমার একান্ত অভিলাস, আমি আল্লাহর পথে জিহাদ করি, অতঃপর নিহত হই, অতঃপর জীবন ফিরিয়ে পাই, আবার নিহত হই, আবার জীবন ফিরিয়ে পাই, আবার নিহত হই”। আবু হুরায়রা (রাযিঃ) তিনবার আল্লাহর নামে শপথ করে বলতেন, রাসূলুল্লাহ ﷺ এরূপ বলেছেন।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ «لَوَدِدْتُ أَنْ أُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ، فَأُقْتَلَ، ثُمَّ أُحْيَى، فَأُقْتَلَ ثُمَّ أُحْيَى، فَأُقْتَلَ» ، فَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ ثَلاثًا: أُشْهَدُ الِلَّهِ

তাহকীক:
তাহকীক চলমান