আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৬
দুই ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়া।
২৩৬। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) ঈদুল ফিতরের দিন ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়তেন না।**
بَابُ: صَلاةِ التَّطَوُّعِ قَبْلَ الْعِيدِ أَوْ بَعْدَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ لا يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلاةِ وَلا بَعْدَهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৭
দুই ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়া।
২৩৭। আব্দুর রহমান ইবনুল কাসিম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (কাসিম) ঈদের নামায পড়তে যাওয়ার পূর্বে চাররাকআত নামায পড়তেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঈদের নামাযের পূর্বে কোনরূপ নফল নামায নেই। তবে ঈদের নামাযের পর ইচ্ছা করলে নফল নামায পড়াও যায়, নাও পড়া যায়। ইমাম আবু হানীফারও এই মত ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَاسِمٍ، عَنْ أَبِيهِ، «أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ أَرْبَعَ رَكَعَاتٍ» .
قَالَ مُحَمَّدٌ: لا صَلاةَ قَبْلَ صَلاةِ الْعِيدِ، فَأَمَّا بَعْدَهَا فَإِنْ شِئْتَ صَلَّيْتَ، وَإِنْ شِئْتَ لَمْ تُصَلِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান