আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০২
সফররত অবস্থায় নামাযের কিরাআত।
২০২। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) সফররত অবস্থায় ফজরের নামাযে মুফাসসাল সূরাসমূহের প্রথম দশটির মধ্য থেকে প্রতি রাকআত একটি করে সূরা পড়তেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, সফররত অবস্থায় ফজরের নামাযে সূরা বুরূয, সূরা তারেক ইত্যাদি পড়া উচিৎ।
بَابُ: الْقِرَاءَةِ فِي الصَّلاةِ فِي السَّفَرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «كَانَ يَقْرَأُ فِي الصُّبْحِ بِالْعَشْرِ السُّوَرِ مِنْ أَوَّلِ الْمُفَصَّلِ، يُرَدِّدُهُنَّ فِي كُلِّ رَكْعَةٍ سُورَةً» .
قَالَ مُحَمَّدٌ: يَقْرَأُ فِي الْفَجْرِ فِي السَّفَرِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ، وَالسَّمَاءِ وَالطَّارِقِ وَنَحْوِهِمَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান