আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৮
দুই ব্যক্তির একত্রে জামাআতে নামায পড়া।
১৭৮। আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) বলেন, আমি দুপুরের সময় উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে গেলাম। তিনি তখন নফল নামায পড়ছিলেন। আমি তার পিছনে দাঁড়ালাম। তিনি আমাকে টান দিয়ে তার ডান পাশে দাঁড় করালেন। তার দ্বাররক্ষী ইয়ারফা আসলে আমি পিছনে সরে গেলাম এবং উমার (রাযিঃ)-র পিছনে দু’জনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম।
بَابُ: الرَّجُلِ يُصَلِّي جَمَاعَةً
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «دَخَلْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ بِالْهَاجِرَةِ، فَوَجَدْتُهُ يُسَبِّحُ، فَقُمْتُ وَرَاءَهُ فَقَرَّبَنِي، فَجَعَلَنِي بِحِذَائِهِ عَنْ يَمِينِهِ، فَلَمَّا جَاءَ يَرْفَأُ تَأَخَّرْتُ فَصَفَفْنَا وَرَاءَهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৯
দুই ব্যক্তির একত্রে জামাআতে নামায পড়া।
১৭৯। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে উমার (রাযিঃ)-র বাম পাশে দাঁড়ালেন। (নাফে বলেন) তিনি আমাকে টেনে নিয়ে তার ডানপাশে দাঁড় করালেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، «أَنَّهُ قَامَ عَنْ يَسَارِ بْنِ عُمَرَ فِي صَلاتِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮০
দুই ব্যক্তির একত্রে জামাআতে নামায পড়া।
১৮০। আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিত। তার নানী রাসূলুল্লাহ ﷺ -কে আহারের দাওয়াত দিলেন। তিনি আহারশেষে বলেনঃ “উঠো, তোমাদের সাথে নিয়ে আমি নামায পড়বো”। আনাস (রাযিঃ) বলেন, আমি আমাদের একটি পাটি তুলে নিলাম। পুরাতন হয়ে যাওয়ার কারণে তাতে কালো দাগ পড়ে গিয়েছিল। আমি তা (নরম করার জন্য) পানিতে ভিজিয়ে নিলাম। রাসূলুল্লাহ ﷺ তার উপর নামায পড়লেন। আমি এবং এক ইয়াতীম বালক (দুমাইরা ইবনে আবু দামরাহ) তাঁর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম এবং বৃদ্ধ নানী আমাদের পিছনে দাঁড়ান। অতঃপর তিনি আমাদের নিয়ে দুই রাকআত নামায পড়েন, অতঃপর বিদায় নেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। ইমামের সাথে একজন মাত্র মুক্তাদী হলে সে ইমামের ডানপাশে দাঁড়াবে। আর মুক্তাদীর সংখ্যা দুইজন হলে তারা ইমামের পিছনে দাঁড়াবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। ইমামের সাথে একজন মাত্র মুক্তাদী হলে সে ইমামের ডানপাশে দাঁড়াবে। আর মুক্তাদীর সংখ্যা দুইজন হলে তারা ইমামের পিছনে দাঁড়াবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ، فَأَكَلَ ثُمَّ قَالَ: «قُومُوا فَلْنُصَلِّ بِكُمْ» .
قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَصُفِفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ وَرَاءَنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ» قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، إِذَا صَلَّى الرَّجُلُ الْوَاحِدُ مَعَ الإِمَامِ قَامَ عَنْ يَمِينِ الإِمَامِ، وَإِذَا صَلَّى الاثْنَانِ قَامَا خَلْفَهُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَصُفِفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ وَرَاءَنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ» قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، إِذَا صَلَّى الرَّجُلُ الْوَاحِدُ مَعَ الإِمَامِ قَامَ عَنْ يَمِينِ الإِمَامِ، وَإِذَا صَلَّى الاثْنَانِ قَامَا خَلْفَهُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান