আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮১
বকরীর খোঁয়াড়ে নামায পড়া।
১৮১। আবু হুরায়রা (রাযিঃ) বলন, তোমার মেষ ও বকরীগুলোকে আদর করো, এগুলোর খোঁয়াড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো এবং তুমি ইচ্ছা করলে এর এক কোণে নামায পড়তে পারো। কেননা এগুলো জান্নাতের পশুদের অন্তর্ভুক্ত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়া যেতে পারে। এতে কোন দোষ নেই, যদিও সেখানে তা পেশাব-পায়খানা করে থাকে। কেননা যেসব পশুর গোশত খাওয়া হালাল, তার পেশাবে কোন দোষ নেই।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়া যেতে পারে। এতে কোন দোষ নেই, যদিও সেখানে তা পেশাব-পায়খানা করে থাকে। কেননা যেসব পশুর গোশত খাওয়া হালাল, তার পেশাবে কোন দোষ নেই।**
بَابُ: الصَّلاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ مَالِكِ بْنِ الْخَيْثَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: «أَحْسِنْ إِلَى غَنَمِكَ، وَأَطِبْ مُرَاحَهَا، وَصَلِّ فِي نَاحِيَتِهَا، فَإِنَّهَا مِنْ دَوَابِّ الْجَنَّةِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِالصَّلاةِ فِي مُرَاحِ الْغَنَمِ، وَإِنْ كَانَ فِيهِ أَبْوَالُهَا وَبَعْرُهَا مَا أَكَلْتَ لَحْمَهَا فَلا بَأْسَ بِبَوْلِهَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِالصَّلاةِ فِي مُرَاحِ الْغَنَمِ، وَإِنْ كَانَ فِيهِ أَبْوَالُهَا وَبَعْرُهَا مَا أَكَلْتَ لَحْمَهَا فَلا بَأْسَ بِبَوْلِهَا

তাহকীক:
তাহকীক চলমান