আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৭
নামাযরত ব্যক্তিকে সালাম দেয়া হলে।
১৭৭। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) নামাযরত এক ব্যক্তির কাছ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিলেন। নামাযরত ব্যক্তি তার সালামের জওয়াব দিলো। তিনি তার কাছে ফিরে এসে বলেন, তোমাদের নামাযরত কোন ব্যক্তিকে সালাম দেয়া হলে সে কথা বলবে না, বরং তার হাত দিয়ে ইশারা করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। নামাযরত ব্যক্তিকে সালাম দিলে সে তার জওয়াব দিবে না। যদি সে সালামের জওয়াব দেয়, তবে তার নামায নষ্ট হয়ে যাবে। আর নামাযরত ব্যক্তিকে সালাম দেয়াও ঠিক নয়। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ الرَّجُلِ يُسَلَّمُ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ مَرَّ عَلَى رَجُلٍ يُصَلِّي، فَسَلَّمَ عَلَيْهِ، فَرَدَّ عَلَيْهِ السَّلامُ، فَرَجَعَ إِلَيْهِ ابْنُ عُمَرَ، فَقَالَ: «إِذَا سُلِّمَ عَلَى أَحَدِكُمْ وَهُوَ يُصَلِّي، فَلا يَتَكَلَّمْ وَلْيُشِرْ بِيَدِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لِلْمُصَلِّي أَنْ يَرُدَّ السَّلامَ إِذَا سُلِّمَ عَلَيْهِ وَهُوَ فِي الصَّلاةِ، فَإِنْ فَعَلَ فَسَدَتْ صَلاتُهُ، وَلا يَنْبَغِي أَنْ يُسَلِّمَ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান