আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৬
বসে নামায পড়া।
১৫৬। নবী ﷺ এর স্ত্রী হাফসা (রাযিঃ) বলেন, আমি নবী ﷺ -কে কখনও বসে নফল নামায পড়তে দেখিনি। তবে মৃত্যুর এক বছর পূর্ব থেকে তিনি বসে নফল নামায পড়তেন এবং সূরা সুন্দরভাবে এতোটা থেমে থেমে পড়তেন যে, তা বড়ো থেকে বৃহত্তর সূরা মনে হতো।
بَابُ: صَلاةِ الْقَاعِدِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ، عَنْ حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهَا قَالَتْ: «مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا قَطُّ حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ بِعَامٍ، فَكَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا وَيَقَرْأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلِ مِنْهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭
বসে নামায পড়া।
১৫৭। আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের কারো বসে পড়া নামাযের সওয়াব তার দাঁড়িয়ে পড়া নামাযের সওয়াবের অর্ধেক।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ مَوْلَى لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: صَلاةُ أَحَدِكُمْ وَهُوَ قَاعِدٌ مِثْلُ نِصْفِ صَلاتِهِ وَهُوَ قَائِمٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৮
বসে নামায পড়া।
১৫৮। আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বলেন, আমরা মদীনায় ফিরে এসে কঠিন মহামারীতে আক্রান্ত হলাম। রাসূলুল্লাহ ﷺ লোকদের কাছে এলেন। তখন তারা বসে বসে নফল নামায পড়ছিলো। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ বসে পড়া নামাযে দাঁড়িয়ে পড়া নামাযের অর্ধেক সওয়াব।**
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ نَالَنَا، وَبَاءٌ مِنْ وَعْكِهَا شَدِيدٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ فِي سُبْحَتِهِمْ قُعُودًا، فَقَالَ: «صَلاةُ الْقَاعِدِ عَلَى نِصْفِ صَلاةِ الْقَائِمِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৯
বসে নামায পড়া।
১৫৯। আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ঘোড়ার পিঠে সওয়ার হলেন। তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন এবং ফলে তাঁর ডান পাঁজর থেতলিয়ে গেলো। তাই তিনি কোন এক ওয়াক্তের নামায বসে পড়লেন এবং আমরাও তাঁর পিছনে বসে নামায পড়লাম। নামায থেকে অবসর হয়ে তিনি বলেনঃ “ইমাম এজন্য নিযুক্ত করা হয় যে, তাকে অনুসরণ করা হবে। সে যখন দাঁড়িয়ে নামায পড়ে, তোমরাও দাঁড়িয়ে নামায পড়ো। সে যখন রুকূতে যায়, তোমরাও রুকূতে যাও এবং সে যখন 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে তোমরা তখন 'রবানা লাকাল হামদ' বলো। সে যদি বসে নামায পড়ে, তবে তোমরা সবাইও বসে নামায পড়ো” ।**
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ عَنْهُ، فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَصَلَّى صَلاةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ جَالِسٌ، فَصَلَّيْنَا جُلُوسًا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، إِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، وَإِنْ صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعِينَ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، صَلاةُ الرَّجُلِ قَاعِدًا لِلتَّطَوُّعِ مِثْلُ نِصْفِ صَلاتِهِ قَائِمًا، فَأَمَّا مَا رُوِيَ مِنْ قَوْلِهِ: إِذَا صَلَّى الإِمَامُ جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ، فَقَدْ رُوِيَ ذَلِكَ وَقَدْ جَاءَ مَا قَدْ نَسَخَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬০
বসে নামায পড়া।
১৬০। আমের আশ-শাবী (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “আমার পরে আর কেউ যেন বসে বসে লোকদের ইমামতি না করে”। অতএব লোকেরা তাঁর এই নির্দেশ গ্রহণ করেছে।**
قَالَ مُحَمَّدٌ , حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا أَحْمَدُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيُّ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ الْجُعْفِيِّ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا يَؤُمَّنَّ النَّاسَ أَحَدٌ بَعْدِي جَالِسًا» .
فَأَخَذَ النَّاسُ بِهَذَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান