আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫১
রাতের বেলা নাপাক হলে
৫১। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর কাছে উল্লেখ করেন যে, তিনি রাতের বেলা (সহবাস জনিত কারণে) নাপাক হন। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তুমি উযু করো এবং তোমার লজ্জাস্থান ধুয়ে নাও, অতঃপর ঘুমাও।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তি যদি উযু না করে এবং নিজের লজ্জাস্থান না ধুয়ে ঘুমিয়ে যায়, তবে তাতেও কোন দোষ নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ " ذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، قَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ وَنَمْ " , قَالَ مُحَمَّدٌ: وَإِنْ لَمْ يَتَوَضَّأْ، وَلَمْ يَغْسِلْ ذَكَرَهُ حَتَّى يَنَامَ فَلا بَأْسَ بِذَلِكَ أَيْضًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫২
রাতের বেলা নাপাক হলে
৫২। আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সাথে সঙ্গম করার পর ঘুমিয়ে যেতেন এবং পানি স্পর্শ করতেন না। তিনি যদি ভোর রাতে জাগতেন তবে পুনর্বার সঙ্গম করতেন এবং গোসল করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই হাদীসে লোকদের জন্য সহজতা বিধান করা হয়েছে। ইমাম আবু হানীফার মতেও ঐ সময় গোসল করা বাধ্যতামূলক নয়।
قَالَ مُحَمَّدٌ , أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا , قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصِيبُ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَنَامُ وَلا يَمَسَّ مَاءً، فَإِنِ اسْتَيْقَظَ مِنْ آخِرِ اللَّيْلِ، عَادَ وَاغْتَسَلَ "، قَالَ مُحَمَّدٌ: هَذَا الْحَدِيثُ أَرْفَقُ بِالنَّاسِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান