আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫০
নাপাকির গোসল
৫০। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) যখন নাপাকির গোসল করতেন, প্রথমে নিজের ডান হাতে পানি ঢেলে তা ধুয়ে নিতেন, অতঃপর লজ্জাস্থান ধুইতেন, কুলি করতেন, নাক পরিষ্কার করতেন, মুখ ধুইতেন, চোখ ধুইতেন, অতঃপর ডান হাত ধুইতেন, অতঃপর বাম হাত, অতঃপর মাথায় পানি ঢালতেন, অতঃপর গোটা দেহে পানি ঢেলে গোসল করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কিন্তু নাপাকির গোসলে চোখে পানি দেয়া অত্যাবশ্যকীয় নয়। ইমাম আবু হানীফা, মালেক এবং সকল আলেমের এটাই সাধারণ মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কিন্তু নাপাকির গোসলে চোখে পানি দেয়া অত্যাবশ্যকীয় নয়। ইমাম আবু হানীফা, মালেক এবং সকল আলেমের এটাই সাধারণ মত ।
بَابُ: الاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ: «أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ أَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى فَغَسَلَهَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، وَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ، وَنَضَحَ فِي عَيْنَيْهِ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ الْيُسْرَى، ثُمَّ غَسَلَ رَأْسَهُ، ثُمَّ اغْتَسَلَ، وَأَفَاضَ الْمَاءَ عَلَى جِلْدِهِ» , قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ إِلا النَّضْحَ فِي الْعَيْنَيْنِ، فَإِنَّ ذَلِكَ لَيْسَ بِوَاجِبٍ عَلَى النَّاسِ فِي الْجَنَابَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَمَالِكِ بْنِ أَنَسٍ وَالْعَامَّةِ

তাহকীক:
তাহকীক চলমান