আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪২
সমুদ্রের পানি দিয়ে উযু করা
৪২। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে জিজ্ঞেস করলো, আমরা সমুদ্র ভ্রমণে গিয়ে থাকি এবং আমাদের সাথে সামান্য পানি থাকে। যদি আমরা তা দিয়ে উযু করি তবে আমাদের পান করার মতো পানি অবশিষ্ট থাকে না। এ অবস্থায় আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযু করতে পারি? রাসূলুল্লাহ ﷺ বলেনঃ সমুদ্রের পানি পাক এবং এর মৃত জীব হালাল।*
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই হাদীসের উপরই আমাদের আমল। সমুদ্রের পানিও অন্যান্য উৎসের পানির ন্যায় পাক। ইমাম আবু হানীফা (রাহঃ)-সহ আমাদের সকল আলেমের এটাই সাধারণত মত।
* প্রশ্নকারী যদিও কেবল সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কিন্তু রাসূলুল্লাহ ﷺ সমুদ্রের প্রাণী সম্পর্কেও হুকুম বলে দিয়েছেন যে, সামুদ্রিক প্রাণী জীবিত হোক অথবা মৃত তা খাওয়া হালাল। কেননা সমুদ্র ভ্রমণে যেভাবে পানির অভাব দেখা দিতে পারে, অনুরূপভাবে খাদ্যদ্রব্যেরও অভাব দেখা দিতে পারে। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা “কোরবানী, শিকার ও আকীকা” অধ্যায়ের ৪ নং টীকায় দেখুন (অনুবাদক)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই হাদীসের উপরই আমাদের আমল। সমুদ্রের পানিও অন্যান্য উৎসের পানির ন্যায় পাক। ইমাম আবু হানীফা (রাহঃ)-সহ আমাদের সকল আলেমের এটাই সাধারণত মত।
* প্রশ্নকারী যদিও কেবল সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কিন্তু রাসূলুল্লাহ ﷺ সমুদ্রের প্রাণী সম্পর্কেও হুকুম বলে দিয়েছেন যে, সামুদ্রিক প্রাণী জীবিত হোক অথবা মৃত তা খাওয়া হালাল। কেননা সমুদ্র ভ্রমণে যেভাবে পানির অভাব দেখা দিতে পারে, অনুরূপভাবে খাদ্যদ্রব্যেরও অভাব দেখা দিতে পারে। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা “কোরবানী, শিকার ও আকীকা” অধ্যায়ের ৪ নং টীকায় দেখুন (অনুবাদক)।
بَابُ: الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ بْنِ الأَزْرَقِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: إِنَّا رَكْبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا " أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحَلالُ مَيْتَتُهُ " , قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ مَاءُ الْبَحْرِ طَهُورٌ كَغَيْرِهِ مِنَ الْمِيَاهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ وَالْعَامَّةِ

তাহকীক:
তাহকীক চলমান