মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২২. আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৪৯
আদব বর্ণনা
হাদীস নং- ৪৪৯

হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ وَمَالُكَ لِأَبِيكَ»
হাদীস নং:৪৫০
আদব বর্ণনা
হাদীস নং- ৪৫০

হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে জিহাদে গমনের উদ্দেশ্যে হাযির হয়। তিনি তাকে জিজ্ঞাসা করেন : তোমার পিতামাতা কি জীবিত আছেন? লোকটি বলল, হ্যাঁ। হুযূর (ﷺ) বললেন, তুমি তাদের নিকট জিহাদ কর (অর্থাৎ তাদের খেদমতের জন্য চেষ্টা কর। এটাই হবে তোমার জন্য জিহাদ)।
عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَمْرٍو، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ، فَقَالَ: " أَحَيٌّ وَالِدَاكَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَفِيهِمَا فَجَاهِدْ "
হাদীস নং:৪৫১
আদব বর্ণনা
হাদীস নং- ৪৫১

হযরত যিয়াদ (রাহঃ) থেকে মরফু হাদীসে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) প্রত্যেক মুসলমানের কল্যাণ ও উপকার করার নির্দেশ দান করেছেন।
عَنْ زِيَادٍ يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَمَرَ بِالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৪৫২
আদব বর্ণনা
হাদীস নং- ৪৫২

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলেন : আল্লাহ্ তা'আলা বলেছেনঃ গৌরব ও অহংকার আমার চাদর, আজমত ও মহানত্ব আমার লুঙ্গী বা পায়জামা। সুতরাং যে ব্যক্তি এ দুটোর ব্যাপারে আমার সাথে ঝগড়া করবে, আমি তাকে দোযখে নিক্ষেপ করবো।
عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي مُسْلِمٍ الْأَغَرِّ صَاحِبِ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " قَالَ اللَّهُ تَعَالَى: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَلْقَيْتُهُ فِي جَهَنَّمَ «
হাদীস নং:৪৫৩
আদব বর্ণনা
হাদীস নং- ৪৫৩

মুহাম্মাদ ইব্ন মুনকাদির (রাহঃ) বলেন, আমি এ বিষয়ে অবগত হয়েছি যে, অহংকারী ব্যক্তি যেহেতু তার মাথা দ্বারা অহংকার প্রকাশ করে থাকে, তাই তার মাথা কিয়ামতের দিন তার উভয় পায়ের মধ্যে অবস্থান করবে। আগুনের সিন্ধুকের মধ্যে আব্দ্ধ থাকবে। কখনোই আগুন থেকে বের হতে পারবে না।
حَمَّادٌ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَنَّهُ بَلَغَهُ» أَنَّ الْمُتَكَبِّرَ رَأْسُهُ بَيْنَ رِجْلَيْهِ، يَرْتَفِعُ بِرَأْسِهِ فِي تَابُوتٍ مِنْ نَارٍ مُقْفَلٍ عَلَيْهِ، وَلَا يَخْرُجُ مِنَ التَّابُوتِ أَبَدًا فِي النَّارِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা