মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৩১
ছবির বর্ণনা
হাদীস নং- ৪৩১

আসিম ইব্ন হামযা (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরের দরজায় এমন একটি পর্দা লটকালেন যার মধ্যে ছবি রয়েছে। ফলে হযরত জিবরাঈল (আ) আগমণে বিলম্ব করলেন। অতঃপর হযরত জিবরাঈল (আ) আগমণ করেন। আঁ হযরত (ﷺ) জিজ্ঞাসা করলেন, তুমি আমার নিকট আসতে কেন বিলম্ব করলে? হযরত জিবরাঈল (আ) বললেন, ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করে না সেখানে কুকুর অথবা ছবি রয়েছে। সুতরাং আপনি পর্দা খুলে তা বিছিয়ে নিন এবং এটা লটকাবেন না, ছবিগুলোর মাথা কেটে দিন এবং কুকুরের এ সিঁড়িটি বের করে দিন।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ، أَنَّهُ كَانَ عَلَّقَ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرًا فِيهِ تَمَاثِيلُ، فَأَبْطَأَ جِبْرَائِيلُ عَلَيْهِ، ثُمَّ أَتَاهُ فَقَالَ لَهُ: " مَا أَبْطَأَكَ عَنِّي؟ قَالَ: إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تَمَاثِيلَ، فَابْسُطِ السِّتْرَ وَلَا تُعَلِّقْهُ، وَاقْطَعْ رُءُوسَ التَّمَاثِيلِ، وَأَخْرِجْ هَذَا الْجَرْوَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা