মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৩০
রেশম ও রেশমী বস্ত্র পরিধানে নিষেধাজ্ঞা
হাদীস নং- ৪৩০

হযরত হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রেশম এবং রেশমী বস্তু পরিধান করতে নিষেধ করেছেন। তিনি এটাও বলেছেন: এগুলো তারা পরিধান করে, যাদের (পরকালে) কোন অংশ নেই।
عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِيْ لَيْلَى، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْحَرِيْرِ وَالدِّيْبَاجِ، قَالَ: «إِنَّمَا يَفْعَلُ ذَلِكَ مَنْ لَا خَلَاقَ لَهُ».