মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯৯
গুইসাপ খাওয়ার বিধান
হাদীস নং- ৩৯৯
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, কোন এক ব্যক্তি হাদিয়া হিসেবে তাঁর নিকট গুইসাপ প্রেরণ করে। তিনি বলেন, আমি এটা খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করি। তিনি এটা খেতে নিষেধ করেন। এরপর একজন ভিক্ষুক আগমণ করে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি এ গুইসাপ তাকে দেয়ার নির্দেশ দান করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যা তোমরা নিজেরা খাও না, তা অপরকে কেন খাওয়াতে চাও?
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, কোন এক ব্যক্তি হাদিয়া হিসেবে তাঁর নিকট গুইসাপ প্রেরণ করে। তিনি বলেন, আমি এটা খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করি। তিনি এটা খেতে নিষেধ করেন। এরপর একজন ভিক্ষুক আগমণ করে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি এ গুইসাপ তাকে দেয়ার নির্দেশ দান করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যা তোমরা নিজেরা খাও না, তা অপরকে কেন খাওয়াতে চাও?
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا " أَنَّهُ أُهْدِيَ لَهَا ضَبٌّ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَاهَا عَنْ أَكْلِهِ، فَجَاءَ سَائِلٌ، فَأَمَرَتْ لَهُ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُطْعِمِينَ مَا لَا تَأْكُلِينَ!»

তাহকীক:
তাহকীক চলমান
