মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯৭
যমীনের কীট-পতঙ্গ খাওয়া নিষিদ্ধ
হাদীস নং- ৩৯৭
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, আমাদেরকে যমীনের কীট-পতঙ্গ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, আমাদেরকে যমীনের কীট-পতঙ্গ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «نُهِينَا عَنْ خَشَاشِ الْأَرْضِ»
হাদীস নং:৩৯৮
যমীনের কীট-পতঙ্গ খাওয়া নিষিদ্ধ
হাদীস নং- ৩৯৮
হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ব্যাঙ হত্যা করবে, তার উপর একটি বকরী সদকা দেয়া ওয়াজিব। ঐ ব্যক্তি ইহরাম বাঁধা অবস্থায় হোক অথবা হালাল অবস্থায় হোক।
হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ব্যাঙ হত্যা করবে, তার উপর একটি বকরী সদকা দেয়া ওয়াজিব। ঐ ব্যক্তি ইহরাম বাঁধা অবস্থায় হোক অথবা হালাল অবস্থায় হোক।
عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ ضُفْدَعًا، فَعَلَيْهِ شَاةٌ مُحْرِمًا كَانَ أَوْ حَلَالًا»