মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৬. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৮
জিহাদের বিধানাবলী অধ্যায়
মুজাহিদদের স্ত্রীদের সাথে জিহাদ থেকে বিরত থাকা লোকদের খিয়ানত করা হারাম
হাদীস নং- ৩১৮

হযরত ইব্ন বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা জিহাদ থেকে বিরত থাকে, তাদের উপর আল্লাহ্ তা'আলা মুজাহিদগণের নারীদেরকে এমনিভাবে হারাম করেছেন, যেমনি তাদের মাদেরকে হারাম করেছেন। যদি কোন ব্যক্তি জিহাদে গমন না করে মুজাহিদের পরিবারবর্গের সাথে খিয়ানত করে, কিয়ামতের দিন মুজাহিদগণকে বলা হবে যে, তার থেকে তুমি কিসাস গ্রহণ কর। অতঃপর তোমার কি ধারণা ?
كتاب الجهاد والسير
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " جَعَلَ اللَّهُ تَعَالَى حُرْمَةَ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخُونُ أَحَدًا مِنَ الْمُجَاهِدِينَ فِي أَهْلِهِ إِلَّا قِيلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: اقْتَصَّ مِنْهُ، فَمَا ظَنُّكُمْ؟